ঢাকা ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:১৮ অপরাহ্ণ, অক্টোবর ২২, ২০১৮
ওসমানীনগর সংবাদদাতা
ওসমানীনগরে জাতীয় সড়ক দিবস উপলক্ষে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিভিন্ন যানবাহনের প্রয়োজনীয় কাগজপত্র সঠিক না থাকায় ৬হাজার ৯শত টাকা জরিমানা আদায় করা হয়েছে।
সোমবার বিকেল ৪টার দিকে উপজেলার সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগর থানার সামনে ভ্রাম্যমাণ আদালত বাসিয়ে এনা, হবিগঞ্জ, হানিফ পরিবহনসহ ১১টি বিভিন্ন যানবাহন থেকে এ জরিমানা আদায় করা হয়।
ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিছুর রহমান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালতকালে উপস্থিত ছিলেন, সার্জেন্ট শাহ ওবায়েদুর রহমান, বেঞ্চ সহকারী মোশফিকুর রহমান জুলফিকার। ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নিবার্হী ম্যাজিস্ট্রেট মো. আনিছুর রহমান ভ্রাম্যমাণ আদালতে জরিমানার বিষয়টি নিশ্চিত করেছেন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech