ঢাকা ১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:১৯ অপরাহ্ণ, মার্চ ১৭, ২০২৫
ওসমানীনগর প্রতিনিধি
সিলেটের ওসমানীনগরে ডাকাত সন্দেহে দুই জনকে আটক করেছেন স্থানীয় জনতা। এরপর পুলিশে খবর দিলে ওসমানীনগর থানার এস আই ওমর ফারুকের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে থানা হেফাজতে নেয়।
আটককৃতরা হলেন, মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার দক্ষিণ কারপাড়া গ্রামের মৃত কাউছ মিয়ার পুত্র আমির আলী (২৩) ও একই গ্রামের আব্দুল মিয়ার পুত্র শাওন(২৪)।
রবিবার (১৬ মার্চ) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে সিলেটের ওসমানীনগর উপজেলার দয়ামীর ইউনিয়নের সোয়ারগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।
ওসমানীনগর থানার অফিসার ইনচার্য মো. মোনায়ে মিয়া বলেন, সংঘবদ্ধ হয়ে তিন জন বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করতে এসে স্থানীয়দের হাতে আটক হন। তাদের বিরুদ্ধে ট্রান্সফরমার চুরির অভিযোগে একটি মামলা রুজু করা হচ্ছে। দুইজন আটক হলেও একজন পালিয়ে যায়। আটককৃতদের থানায় নিয়ে আসার পর তাদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে সিলেট এম.এজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech