জমিয়তের গৌরবোজ্জ্বল সকল ইতিহাসকে সমুন্নত রাখুন : সিলেটে মঞ্জুরুল ইসলাম আফেন্দী

প্রকাশিত: ৯:৪২ অপরাহ্ণ, মার্চ ১৭, ২০২৫

জমিয়তের গৌরবোজ্জ্বল সকল ইতিহাসকে সমুন্নত রাখুন : সিলেটে মঞ্জুরুল ইসলাম আফেন্দী

উপমহাদেশের ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে নিয়ে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম এবং ২৪-এর গণবিপ্লবসহ সকল আন্দোলনে জমিয়তে উলামায়ে ইসলামের অগ্রণী ভূমিকা ছিল। দুর্ভাগ্যবশত আজ কেউ কেউ ঐতিহাসিক এই বাস্তবতাকে মেনে নিতে কার্পণ্য করেন।
তিনি বলেন,২৪-এর গণঅভ্যুত্থানে দেশের সকল শ্রেণিপেশার মানুষ একাট্রা হয়েছিল, সুতরাং এখানে কোন দলের এককভাবে কৃতিত্বের দাবিদার হওয়ার সুযোগ নেই। আমরা গত ১৬/১৭ বছর যাবত স্বৈরাচারের জুলুম নির্যাতনের শিকার ছিলাম, দীর্ঘদিন কারাবরণ করেছি, আমাদের অনেক নেতাকর্মী দিনের পর দিন এবং কেউ বছরের পর বছর কারাগারে বন্দী ছিলেন। তিনি আরো বলেন, ব্রিটিশবিরোধী আন্দোলনে যদি তৎকালীন নেতৃবৃন্দ জীবন বাজি রেখে ঝঁপিয়ে না পড়তেন তাহলে আজো পর্যন্ত এই উপমহাদেশের সবাইকে বৃটিশদের গোলাম হয়েই থাকতে হতো। সময়ে সময়ে সেই সব বীরত্বপূর্ণ ইতিহাস মুছে দেওয়ার ষড়যন্ত্র হয়েছ এবং আগামীতেও হবে। এর মধ্য দিয়েই জমিয়তের নিবেদিতপ্রাণ নেতাকর্মীদেরকে কর্মীদেরকে সর্বোচ্চ আন্তরিকতার সাথে আমাদের গৌরবোজ্জ্বল ইতিহাস বুকে ধারণ করে ইসলাম ও দেশ-জাতির স্বার্থে নিষ্ঠার সাথে কাজ করে যেতে হবে।
আজ যারা জমিয়তে যোগদান করলেন তাদেরকে অবশ্যই স্বার্থপরতা ও লোভ-লালসার ঊর্ধে উঠে ইসলাম,দেশ ও উম্মাহর জন্য নিজেদেরকে উৎসর্গ করতে হবে। আবেগতাড়িত হয়ে কিংবা গুজবে কান দিয়ে পথ চলা যাবে না, বরং দলের নীতি-আদর্শের উপর অটুট থেকে আন্দোলন চালিয়ে যেতে হবে।
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সংগ্রামী মহাসচিব, কারানির্যাতিত মজলুম জননেতা শাইখুল হাদিস মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী সিলেট মহানগর জমিয়তে উলামায়ে ইসলাম আয়োজিত যোগদান অনুষ্ঠানে উপরোক্ত কথাগুলো বলেন।
১৬ ই মার্চ সন্ধ্যা সাড়ে ছয়টায় নগরীর ইউনাইটেড সেন্টারে মহানগর জমিয়তের সভাপতি মাওলান মুখলিসুর রাহমান রাজাগঞ্জী সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মালিক চৌধুরী এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উত্তর জেলা সভাপতি মাওলানা আতাউর রহমান কোম্পানীগঞ্জী, মহানগর সহ-সভাপতি মাওলানা নিজাম উদ্দিন ও প্রিন্সিপাল মাওলানা মাহমুদুল হাসান, দক্ষিণ জেলা সহ-সভাপতি মাওলানা নজরুল ইসলাম, উত্তর জেলা সহসভাপতি মাওলানা নুর আহমদ কাসেমী, সিলেট জেলা পরিষদের এক নং ওয়ার্ড সদস্য জনাব সৈয়দ মোসাদ্দিক আহমেদ, মাওলানা শরিফ উদ্দিন খান,প্রবাসী জমিয়ত নেতা মাওলানা বিলাল উদ্দিন, মাওলানা আব্দুল হালিম সাতবাকি, কাতার জমিয়তে নেতা মাওলানা আবদু শহীদ, হাজী শফিউদ্দিন সুফি, মাওলানা রফিক বিন সালিম, মাওলানা সালমান বিন বিলাল, মহানগর যুগ্মসাধারণ সম্পাদক মাওলানা সদরুল আমিন, মহানগর সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান, মাওলানা আব্দুল মুকিত চৌধুরী, প্রচার সম্পাদক মাওলানা শামীম আহমদ, অর্থ সম্পাদক অলি উল্লাহ, মাওলানা ফয়জুল বারী,মাওলানা হাসান আহমদ, মাওলানা মাহদী হাসান, এম বেলাল আহমদ চৌধুরী, ছাত্রনেতা জাকির হোসাইন, মাহমুদুল হাসান নোমান, আবু তালহা তোফায়েল, আব্দুল্লাহ সালমান, ওসমান আহমদ।
যোগদানকারীদের মধ্যে সাবেক বিদ্যুৎ কর্মকর্তা আবুল খায়ের শামীম, বিশিষ্ট সমাজসেবী সেলিম চৌধুরী, বিশিষ্ট সালিশি ব্যক্তিত্ব আব্দুস সবুর, বিশিষ্ট শিক্ষাবিদ আব্দুল আহাদ, সিলেট জেলা অটো রিস্কা মালিক সমিতির কার্যকরী সভাপতি জামিল আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী মিজান উদ্দিন, যুবনেতা ইমন আহমেদসহ বিশিষ্ট ব্যক্তিবর্গের জমিয়াতে যোগদান। বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর