ঢাকা ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৫৩ পূর্বাহ্ণ, আগস্ট ১২, ২০১৯
বিজয়ের কন্ঠ ডেস্ক ::: ঢাকা-আরিচা মহসড়কের মানিকগঞ্জের জোকা এলাকায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে ২ গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও ৭ ব্যবসায়ী আহত হয়েছেন।
সোমবার (১২ আগস্ট) ভোর ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কুষ্টিয়ার উজান গ্রামের উজ্জ্বল আলী (৪০) ও মনোয়ার হোসেন মানু (২৫)।
বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়ামিন উদ দৌলা জানান, ভোরে গাবতলী থেকে কুষ্টিয়াগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের জোকা এলাকায় খাদে পড়ে পানিতে ডুবে যায়। এ সময় ওই ট্রাকের নিচে পড়ে দুই গরু ব্যবসায়ী নিহত ও ৭ জন আহত হয়েছেন।
আহতদেরকে উদ্ধার করে মানিকগঞ্জ ২৫০ শয্যার জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। আর নিহতদের লাশ হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech