ঢাকা ৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৩৯ অপরাহ্ণ, মার্চ ২, ২০২০
ডেস্ক প্রতিবেদন : সিলেটের কানাইঘাটে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৯। রোববার (১ মার্চ) রাত ১২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকালে তাদের কাছ থেকে ৫ কেজি ৫’শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। র্যাব-৯ এর কোম্পানী অধিনায়ক মেজর মোঃ শওকাতুল মোনায়েম এবং এএসপি মোঃ আনোয়ার হোসেন এর নেতৃত্বে একটি আভিযানিক দল এই অভিযান পরিচালনা করে। অভিযানে সিলেট জেলার কানাইঘাট থানাধীন ধৃত আসামী মোঃ ময়বুর রহমান এর টিনশেড ঘরের ভিতর থেকে উল্লেখিত গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীরা হলো মোঃ ময়বুর রহমান (৫৫)। তিনি গোয়াইনঘাট উপজেলার সুলতানপুর গ্রামের বাবরু মিয়ার ছেলে এবং একই গ্রামের ইসমাইল আলীর মোছা- রায়না বেগম (৪৫)।
উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীদ্বয়কে সিলেটের কানাইঘাট থানার হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech