ঢাকা ১৩ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৩০ অপরাহ্ণ, এপ্রিল ৭, ২০২৫
বিশ্বনাথ প্রতিনিধি
সিলেটের বিশ্বনাথ উপজেলায় স্বামীর মারধরে দিলারা বেগম (৪৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। রোববার (৬ এপ্রিল) দুপুরে উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাওনপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। পরে রাত ৯টার দিকে ঘাতক স্বামী এখলাছ আলীকে (৫০) আটক করেছে পুলিশ।
নিহত দিলারা বেগম ওই গ্রামের এখলাছ আলীর স্ত্রী। তিনি পাঁচ সন্তানের জননী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে রোববার দুপুরে স্ত্রী দিলারাকে বেধড়ক মারধর করেন স্বামী এখলাছ আলী। একপর্যায়ে তিনি কানের পাশে প্রচণ্ড আঘাত করলে ঘটনাস্থলেই মারা যান দিলারা বেগম।
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। পরে রাত ৯টার দিকে ঘাতক স্বামী এখলাছ আলীকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, ‘ঘটনার পরপরই আমরা অভিযুক্ত স্বামীকে আটক করেছি। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।’
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech