ঢাকা ১৩ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:১০ অপরাহ্ণ, এপ্রিল ৬, ২০২৫
নিজস্ব প্রতিবেদক
সিলেট মহানগরের শেখঘাট এলাকা থেকে লাবিবা তানহা (১৩) নামে এক কিশোরী ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে কোতোয়ালি থানা এলাকার মৃত মুজিবুর রহমানের মেয়ে।
রোববার (৬ এপ্রিল) ভোরে শেখঘাট এলাকার সরকারি কলোনির বিপরীতে একটি বাসার গলি থেকে টেলিফোনের তারে গলায় ফাঁস দেওয়া অবস্থায় মরদেহটি উদ্ধার করে কোতোয়ালি মডেল থানা পুলিশ।
পুলিশ জানায়, শনিবার রাতে মোবাইল ফোন চালানো নিয়ে লাবিবাকে শাসন করেন তার মা। এতে অভিমান করে ঘর থেকে বের হয়ে যায় সে। রাতে ঘরে না ফেরায় খোঁজাখুঁজি শুরু করে তার পরিবার। পরে ভোরে বাসার পাশের গলির এক কোনায় টেলিফোনের তারে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় তার পরিবার। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক জানান, মোবাইল ব্যবহার করা নিয়ে লাবিবার মা তাকে বকাঝকা করেছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মায়ের সঙ্গে রাগ করেই সে আত্মহত্যা করেছে। তারপরও ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। আইনী প্রক্রিয়া শেষে লাবিবার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech