পবিত্র ঈদে মীলাদুন্নবী উপলক্ষে আল ইসলাহ ইউকের গ্রান্ড কনফারেন্স

প্রকাশিত: ৪:৫৭ অপরাহ্ণ, নভেম্বর ২২, ২০১৮

পবিত্র ঈদে মীলাদুন্নবী উপলক্ষে আল ইসলাহ ইউকের গ্রান্ড কনফারেন্স

বিশ্বমানবতার মুক্তির সনদ হযরত মুহাম্মদ মোস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাাম এর আগমনবার্ষিকী পবিত্র ঈদে মীলাদুন্নবী উপলে আহলে সুন্নাত ওয়াল জামাআতের পতাকাবাহী সংগঠন আনজুমানে আল ইসলাহ ইউকের দেশব্যপী কর্মসূচির অংশ হিসেবে সেন্ট্রাল কাউন্সিলের উদ্যোগে লন্ডনের স্থানীয় একটি কনফারেন্স হলে (১৮ নভেম্বর) রবিবার এক গ্রান্ড কনফারেন্স অনুষ্ঠিত হয়।

আনজুমানে আল ইসলাহ ইউকের প্রেসিডেন্ট আল্লামা হাফিজ আবদুল জলিলের সভাপতিত্বে অনুষ্ঠিত এ গ্রান্ড কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা ইমাদউদ্দীন চৌধুরী বড় ছাহেব কিবলাহ ফুলতলী।

বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ‘র প্রেসিডেন্ট বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত আল্লামা হুছামুদ্দীন চৌধুরী ছাহেবাজাদায়ে ফুলতলী, শায়খুল হাদীস আল্লামা হবিবুর রহমান, ইসলামিক ফোরাম কানাডার প্রেসিডেন্ট শায়েখ ফায়সাল হামিদ আবদুর রাজ্জাক, ইয়েমেনের দারুল মোস্তাফা থেকে শায়েখ হাসান শায়ার।

আনজুমানে আল ইসলাহ ইউকের সেক্রেটারি মাওলানা মোহাম্মদ হাসান চৌধুরীর সার্বিক ব্যবস্থাপনায় এবং জয়েন্ট সেক্রেটারি মাওলানা ফরিদ আহমদ চৌধুরী ও সাইদ আহমদ এর পরিচালনায় অনুষ্ঠিত কনফারেন্সে ঈদে মীলাদুন্নবীর তাৎপর্য সম্পর্কে আলোচনা পেশ করেন আনজুমানে আল ইসলাহ ইউকের ভাইস প্রেসিডেন্ট ও ব্রিকলেন জামে মসজিদের খতীব হযরত মাওলানা নজরুল ইসলাম, লাতিফিয়া উলামা সোসাইটির প্রেসিডেন্ট মাওলানা শিহাব উদ্দিন, লাতিফিয়া ক্বারী সোসাইটি ইউকের সেক্রেটারি মাওলানা মুফতী আশরাফুর রহমান, মুসলিম হ্যান্ডস বাংলাদেশেরে কান্ট্রি ডিরেক্টর এবং স্কুল অব এক্সেলেন্স সিলেটের প্রিন্সিপাল মাওলানা গুফরান আহমদ চৌধুরী, দারুল হাদীস লাতিফিয়া নর্থওয়েস্টের প্রিন্সিপাল মাওলানা সালমান আহমদ চৌধুরী, বৃটিশ মুসলিম স্কুল বার্মিংহাম এর প্রিন্সিপাল মাওলানা এম এ কাদির আল হাসান, দারুল হাদীস লাতিফিয়া লন্ডনের শিক্ষক মাওলানা মারুফ আহমদ, ম্যানচেস্টার শাহজালাল মসজিদের ইমাম ও খতীব মাওলানা খায়রুল হুদা খান, মাওলানা ফয়সাল আহমদ, মাওলানা ইয়াসিন আহমদ, হাফিজ কয়েছুজ্জামান, আলহাজ¦ আবদুস সালাম, হাফিজ মাওলানা ফারুক আহমদ প্রমুখ।

মাহফিলে আরো উপস্থিত ছিলেন- আনজুমানে আল ইসলাহ ইউকের ভাইস প্রেসিডেন্ট মাওলানা সাদ উদ্দীন সিদ্দিকী, মাওলানা ফখরুল হাসান রুতবাহ, মাওলানা আবদুল মালিক, মাওলানা আবদুল কাহহার মাওলানা আবদুল মতিন, মাওলানা হাফিজ হেলাল উদ্দিন, মাওলানা আবদুল আউয়াল হেলাল, আলহাজ¦ বদরুল ইসলাম, মাওলানা আবদুল কুদ্দুস, মাওলানা মুসলেহ উদ্দীন, হাফিজ মাওলানা আনহার আহমদ প্রমুখ।

গ্রান্ড কনফারেন্সে ইউকের বিভিন্ন শহর থেকে আনজুমানে আল ইসলাহর নেতা-কর্মী, উলামায়ে কিরামসহ সহস্্রাধিক নবী প্রেমিক মুসলিম জনতা উপস্থিত হন। মাহফিলে দারুল হাদীস লাতিফিয়ার শিক্ষার্থীগণ এবং শামসুদ্দোহা শিল্পী গোষ্ঠির সদস্যগণ সুললিত কন্ঠে নাতে রাসূল পরিবেশন করে উপস্থিত নবী-প্রেমিকের হৃদয় ইশকে রাসূলে উদ্বেলিত করে তুলে। সংবাদ বিজ্ঞপ্তি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর