ঢাকা ১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:২৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০২৫
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ অ্যাসোসিয়েশন কার্ডিফ এর পক্ষ থেকে আহতদের মাঝে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বাংলাদেশ অ্যাসোসিয়েশন কার্ডিফ এর সভাপতি মো. কাপ্তান মিয়া বলেন, বাংলাদেশের ইতিহাস ছাত্রজনতার সংগ্রামের ফল। ১৯৭১ সালে স্বাধীনতা পেয়েছি, দেশ পেয়েছি ও পতাকা পেয়েছি। কিন্তু সাম্য, ন্যায় বিচার ও জবাবদিহিতা প্রতিষ্ঠিত না হওয়ায় স্বাধীনতার স্বপ্ন পূরণ হয়নি। এজন্য ছাত্রজনতাকে আবারও ২০২৪ সালে সংগ্রাম করতে হলো। ছাত্রজনতার অভ্যুত্থানে আমরা দ্বিতীয়বার নতুন করে সমাজ গড়ার যে সুযোগ পেলাম তা কাজ লাগাতে হবে। এই বৈষম্যবিরোধী আন্দোলনে যারা প্রাণ দিয়েছেন আবু সাঈদ তাঁদের প্রতিনিধিত্ব করেছেন। আর যারা আহত হয়েছেন তাঁদেরও ভুলে যাওয়ার সুযোগ নেই। আমরা তাঁদের পাশে থাকবো। আপনাদের কথাও চিরস্মরণীয় হয়ে থাকবে এই গোলাপগঞ্জের ইতিহাসে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন- সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ, গোলাপগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শাহ জাহান আহমদ।
এসময় উপস্থিত ছিলেন- সিলেট জেলা যুবদলের যুগ্ম সম্পাদক আবুল কালাম খুকন, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক কামাল আহমদ, গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক কামরুল হাসান, যুক্তরাষ্ট্র প্রবাসী ও মিশিগান বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হাসান শোভন, গোলাপগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য জাবেদ আহমদ, উপজেলা যুবদল নেতা সরোয়ার হোসেন, ঢাকাদক্ষিন সরকারি কলেজে ছাত্রদলের সদস্য সচিব মান্না আহমদ প্রমুখ।
বক্তব্য শেষে বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের নগদ অর্থ প্রদান করা হয়।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech