ঢাকা ১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৩১ অপরাহ্ণ, মার্চ ১৫, ২০২৫
লন্ডন ব্যুরো অফ টাওয়ার হ্যামলেটস কাউন্সিল এর অন্যতম বিভাগ ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) পূর্ব লন্ডনের টবিলেন ডেপোয় ইফতার মাহফিলের আয়োজন করেন রোট ম্যানেজার সিবা খানম ও রেজওয়ানা বক্স।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের পাবলিক রিয়েলমের পরিচালক আশরাফ আলী, বিজনেস ম্যানেজার অপারেশনাল সার্ভিসেস রিচার্ড উইলিয়াম।
আরো উপস্থিত ছিলেন- টবি লেন ডেপো’র রোট ম্যানেজার আমান্ডা মেন্দী, ব্লাকওয়াল ডেপো’র রোট ম্যানেজার রিচহার্ড, কাওসার, সাদ আহমেদ,আলহাজ ও ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট এর অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ। ইফতার মাহফিলে মুসলিম ও অমুসলিম সবাই মিলে এক মিলন মেলায় রুপান্তরিত হয়েছিল। অমুসলিম স্টাফ মুসলমানদের সাথে ইফতার করে আনন্দ উপভোগ করেছেন। ভিন স্বাদের বাহারী ইফতার খাবারে আপ্যায়িত হয়ে সবাই আয়োজকদের ভুয়সী প্রশংসা করেন।
রমজান হল ইসলামের সর্ব উত্তম ও পবিত্র মাস, যা আত্মসংযম, সিয়াম বা রোজার জন্য বিশেষভাবে পরিচিত। এই রমজান মাস জাহান্নাম থেকে নাজাত লাভের মাস। সুতরাং বেশি বেশি ইবাদত ও ইস্তেগফারের মাধ্যমে মুক্তির পরওয়ানা লাভ করার একটি সুবর্ণ সুযোগ। হাদীস শরীফে এসেছে- ‘আল্লাহ তাআলা প্রত্যেক ইফতারের সময় অসংখ্য ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন।’ -মুসনাদে আহমদ হাদীস ২১৬৯৮। বিজ্ঞপ্তি
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech