সিলেটে এসএসসি-২৪ ও এইচএসসি-২৬ এর দোয়া ও ইফতার

প্রকাশিত: ৭:০৭ অপরাহ্ণ, মার্চ ১৫, ২০২৫

সিলেটে এসএসসি-২৪ ও এইচএসসি-২৬ এর দোয়া ও ইফতার

সিলেটে এসএসসি ২০০৪ ও এইচএসসি ২০০৬ ব্যাচের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল সিজন-৪ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪মার্চ) সিলেটের লামাবাজার রয়েল সেফ চাইনিজ রেস্টুরেন্টে গ্রিন ডিসঅ্যাবল্ড ফাউন্ডেশনের এতিম ও প্রতিবন্ধী শিশুদের নিয়ে এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
সিলেট এসএসসি ২০০৪ ও এইচএসসি ২০০৬ ব্যাচের প্রায় শতাধিক বন্ধুরা এই ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।
সিলেটের বিভিন্ন প্রান্ত থেকে প্রাণের টানে এসেছেন শুধু এই ইফতার মাহফিলে অংশ নিতে, সবার সাথে দেখা করার জন্য। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
সিলেট এসএসসি ২০০৪ ও এইচএসসি ২০০৬ এর এডমিন প্যানেল জানান, আমরা প্রতিবছর পবিত্র মাহে রমজানে এতিম শিশুদের সাথে নিয়ে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করে থাকি। এটি শুধু ইফতার মাহফিল নয়, বরং আমাদের বন্ধুদের একত্রিত হওয়ার এক অসাধারণ সুযোগ। আমরা চাই, বন্ধুত্বের বন্ধন আরও দৃঢ় হোক এবং আগামীতে আরও বড় পরিসরে এ আয়োজন করতে পারি। যারা এবারের আয়োজনে উপস্থিত ছিলেন, সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর