ঢাকা ১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:০৫ অপরাহ্ণ, মার্চ ১৫, ২০২৫
জগন্নাথপুর প্রতিনিধি
জগন্নাথপুর উপজেলার সকল শ্রেণী পেশার মানুষের সম্মানে আয়োজিত জগন্নাথপুরের সামাজিক, সাসংস্কৃতির ও স্বেচ্ছাসেবী সংগঠন ফেয়ার ফেইসের ব্যতিক্রমী গণইফতার আজ জগন্নাথপুর পৌরসভা প্রাঙ্গনে অত্যন্ত সুন্দরভাবে সম্পন্ন হয়েছে।
সংগঠনের সভাপতি সাইফুর রহমান মিনহাজের সভাপতিত্বে ও যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী আকবরের পরিচালনায় অনুষ্ঠিত উক্ত গণইফতার কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর প্রেসক্লাবের সভাপতি তাজ উদ্দিন আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও জগন্নাথপুর প্রেসক্লাবের কোষাধ্যক্ষ জামাল উদ্দিন বেলাল, পৌর আল-ইসলাহ’র সেক্রেটারি মুফতি মাওলানা বদর উদ্দিন আল-আমিন, আবু সাঈদ স্মৃতি স্পোর্টিং ক্লাবের উপদেষ্টা এম. শামসুজ্জামান কবির, ফেয়ার ফেইস জগন্নাথপুরের মহাসচিব এম. শামীম আহমেদ।
এছাড়াও উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলার বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিগণ।পরে
ইকড়ছই কেন্দ্রীয় মসজিদের ইমাম মাওলানা আব্দুল কাইয়ুম সিদ্দিকীর দোয়ার মাধ্যমে ইফতার কর্মসূচি সম্পন্ন হয়।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech