ইসলামী ঐক্যজোট নেতা আল্লামা আব্দুল হামিদ জমিয়তে যোগদান

প্রকাশিত: ৫:১৯ অপরাহ্ণ, নভেম্বর ২২, ২০১৮

ইসলামী ঐক্যজোট নেতা আল্লামা আব্দুল হামিদ জমিয়তে যোগদান

দেশের শীর্ষ আলেম ইসলামী ঐক্যজোটের ভাইস চেয়ারম্যান আল্লামা আব্দুল হাদি (পীর সাহেব মধুপুরী) জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের আদর্শে অনুপ্রাণিত হয়ে জমিয়তে যোগদান করেছেন।

তিনি বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা বারিধারাস্থ জমিয়ত মহাসচিব আল্লামা আল্লামা নূর হোসাইন কাসেমির কার্যালয়ে ফরম কেটে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।

এ সময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, জমিয়ত সহসভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী, মাওলানা উবায়দুল্লাহ ফারুক, যুগ্ম মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি, মুফতি মুনির হোসাইন কাসেমি, সহকারি মহাসচিব মাওলানা শুয়াইব আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা নাসির উদ্দিন মুনির, প্রচার সম্পাদক মাওলানা জয়নুল আবেদিন প্রমুখ।

যোগদানের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকায় অবস্থানরত সিলেট জেলা জমিয়তের প্রচার সম্পাদক মাওলানা সালেহ আহমদ শাহবাগী।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর