১ম ও ২য় ডোজ : সিলেটে একদিনে ৮৪৫১ জনের টিকা গ্রহণ

প্রকাশিত: ৯:৪১ অপরাহ্ণ, এপ্রিল ২২, ২০২১

১ম ও ২য় ডোজ : সিলেটে একদিনে ৮৪৫১ জনের টিকা গ্রহণ

নিজস্ব প্রতিবেদক
সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় প্রথম ও দ্বিতীয় ডোজ মিলিয়ে মোট ৮৪৫১ জন টিকা নিয়েছেন। এরমধ্যে প্রথম ডোজের টিকা নিয়েছেন আরও ৮৩৯ জন। এনিয়ে বিভাগে প্রথম ডোজের টিকা গ্রহীতার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৯৮ হাজার ৫৯৭ জন।

 

 

একই সময়ে দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ৭ হাজার ৬১২ জন। সব মিলিয়ে বিভাগে দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ১ লাখ ১০ হাজার ৯৩৪ জন।

 

 

বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) এর কার্যালয়, সিলেট বিভাগ থেকে বৃহস্পতিবার (২২ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

 

 

বিজ্ঞপ্তিতে জানায়, গত ২৪ ঘণ্টায় সিলেট জেলায় প্রথম ডোজের টিকা নিয়েছেন ৪৪৬ জন, সুনামগঞ্জের ১২৪ জন, হবিগঞ্জে ১৫৪ এবং মৌলভীবাজারে ১১৫ জন।

 

 

আর একই সময়ে করোনা টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন সিলেটের ২৯২৬ জন, সুনামগঞ্জের ১১৫৯ জন, হবিগঞ্জে ১৩৬৮ এবং মৌলভীবাজারে ২১৫৯ জন।

 

 

আর করোনাভাইরাস প্রতিরোধে টিকা নেয়ার জন্য সিলেট বিভাগের ৩ লাখ ৭৩ হাজার ৮০৩ জন রেজিস্ট্রেশন করেছেন। এরমধ্যে সিলেটের ১ লাখ ৫১ হাজার ৫১৪ জন, সুনামগঞ্জের ৭১ হাজার ৫৬৭ জন, হবিগঞ্জে ৭২ হাজার ৫০৮ এবং মৌলভীবাজারে ৭৮ হাজার ২১৪ জন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর