খাদিমনগরে ‘ডাকাতি’ ৫ জন চিকিৎসাধীন

প্রকাশিত: ৮:৫২ অপরাহ্ণ, জুন ২৬, ২০২১

খাদিমনগরে ‘ডাকাতি’ ৫ জন চিকিৎসাধীন

নিজস্ব প্রতিবেদক
সিলেট সদর উপজেলায় বাড়ির সবাইকে অচেতন করে ‘ডাকাতির’ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। শুক্রবার দিবাগত মধ্যরাতে উপজেলার খাদিমনগর ইউনিয়নের ভাটা বাজার এলাকার বাসিন্দা ট্রাভেল ব্যবসায়ী রাজু আহমদের বাড়িতে এ ‘ডাকাতির’ ঘটনা ঘটে।

 

রাজু আহমদ বলেন, ‘আগেই সবার অজান্তে খাবারের সঙ্গে চেতনানাশক মিশিয়ে ঘরের পাঁচ সদস্যকে অচেতন করে নির্বিঘ্নে ঘরে ঢুকে ডাকাতদল। অচেতন থাকায় কেউই ডাকাতির বিষয়টি বুঝতে পারিনি। শনিবার সকালে প্রতিবেশীদের ডাকে ঘুম থেকে জেগে ডাকাতির ঘটনা বুঝতে পারি।’

 

পরে অসুস্থ অবস্থায় পরিবারের পাঁচজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন হাসপাতালে চিকিৎসাধীন রাজু আহমদ।

 

এদিকে ডাকাতির খবর পেয়ে বিমানবন্দর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

 

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল জাকির বলেন, ‘পরিবারের সদস্যরা রাতের খাবার গ্রহণ শেষে ঘুমিয়ে পড়ার পর অচেতন হয়ে যান এবং এরপর তারা আর কিছু বলতে পারেন না। ঘরের কোনো জিনিস খোয়া গেছে কি না এখনও আমরা জানতে পারিনি। কারণ ওই পরিবারের সবাই এখন হাসপাতালে চিকিৎসাধীন। তারা কিছুটা সুস্থ হলে হয়তো ঘটনা জানতে পারব।’

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর