জৈন্তাপুরে ট্রাক চাপায় পুলিশ সদস্য নিহত

প্রকাশিত: ৬:৩৬ অপরাহ্ণ, জুলাই ১৩, ২০২১

জৈন্তাপুরে ট্রাক চাপায় পুলিশ সদস্য নিহত

জৈন্তাপুর সংবাদদাতা
সিলেটের জৈন্তাপুরে ট্রাকের চাপায় পলাশ গোয়ালা (৩০) নামের এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। সোমবার রাতে জৈন্তাপুর থানাধীন চিকনাগুল এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত পলাশ গোয়ালা হবিগঞ্জ জেলার বাহুবল থানার রামপুর চা বাগানের বাসিন্দা। তিনি জৈন্তাপুর ট্রাফিক বিভাগে কর্মরত ছিলেন।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমদ জানান, রাতেই খবর পেয়ে নিহতের মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

 

তিনি আরও জানান, সোমবার রাতে চিকনাগুল এলাকায় ড্রাম ট্রাক তার মোটরসাইকেলে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই নিহত হন। ঘটনার পর পর চালকসহ অন্যরা পালিয়ে গেলেও এসময় ঘটনাস্থল থেকে ট্রাক আটক করা হয়। নিহতের ময়নাতদন্ত শেষে তার পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর