মুয়াজ্জিন কল্যাণ সমিতি’র তাফ্সিরুল কুরআন মহা সম্মেলন ৩ ডিসেম্বর

প্রকাশিত: ২:০৬ অপরাহ্ণ, ডিসেম্বর ১, ২০১৮

মুয়াজ্জিন কল্যাণ সমিতি’র তাফ্সিরুল কুরআন মহা সম্মেলন ৩ ডিসেম্বর

মুয়াজ্জিন কল্যাণ সমিতি সিলেটের ৭ম তাফ্সিরুল কুরআন মহা সম্মেলন ৩ ডিসেম্বর সোমবার সিলেট রেজিস্ট্রারি মাঠে অনুষ্ঠিত হবে। মহা সম্মেলনটি বিকেল ২টা থেকে মধ্যরাত পর্যন্ত চলবে।

এতে যৌথভাবে সভাপতিত্ব করবেন দারুল উলুম কানাইঘাট মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা মোহাম্মদ বিন ইদ্রিস লীপুরি, জামেয়া ক্বাসিমুল উলুম দরগাহ মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা মুফতি আবুল কালাম জাকারিয়া, জামেয়া নূরীয়া ইসলামিয়া ভার্থখলা সিলেটের প্রিন্সিপাল হযরত মাওলানা হাফিজ মজদুদ্দীন আহমদ, জামেয়া মাদানীয়া কাজিরবাজার মাদ্রাসার শিা সচিব হযরত মাওলানা মুফতি শফিকুর রহমান, হযরত মাওলানা হাফিজ মহ্সিন আহমদ শায়খে কৌড়িয়া, মুয়াজ্জিন কল্যাণ সমিতির সভাপতি হযরত মাওলানা সাইদুর রহমান।

মহা সম্মেলনে তাফ্সির পেশ করবেন আল্লামা হাফিজ তাফাজ্জুল হক মহাদ্দিসে হবিগঞ্জী, আল্লামা মুফতি রশীদুর রহমান ফারুক (পীর সাহেব) বরুণা, হযরত মাওলানা মুফতি রাফি বিন মনির ঢাকা, হযরত মাওলানা মুফতি মাহমুদুল হাসান ক্বাসেমী ঢাকা, সিলেট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হযরত মাওলানা মোশতাক আহমদ খান, শাহী ঈদগাহ হাজারীবাগ জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা মুহিবুর রহমান (মিটিপুরী), মুয়াজ্জিন কল্যাণ সমিতির উপদেষ্টা রফিকুর ইসলাম জাকারিয়া, সদস্য ক্বারী মাওলানা জুবায়ের আহমদ।

অনুষ্ঠানে ধর্মপ্রাণ মুসলামনদের উক্ত ৭ম তাফ্সিরুল কুরআন মহা সম্মেলনে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন মুয়াজ্জিন কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহ। সংবাদ বিজ্ঞপ্তি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর