আ.লীগ নিষিদ্ধের দাবিতে সিলেটে গণঅধিকার পরিষদের বিক্ষোভ মিছিল

প্রকাশিত: ৮:৩৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৯, ২০২৫

আ.লীগ নিষিদ্ধের দাবিতে সিলেটে গণঅধিকার পরিষদের বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেটে গণঅধিকার পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) সিলেটের কেন্দ্রীয় শহিদ মিনার থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়।
বিক্ষোভ পরবর্তী সমাবেশে বাংলাদেশ যুব অধিকার পরিষদ সিলেট জেলা শাখার সাবেক সদস্য সচিব জোবায়ের আহমেদ তোফায়েলের পরিচালনায় সভাপতিত্ব করেন গণঅধিকার পরিষদের সিলেট জেলা শাখার আহবায়ক রহমতে এলাহী লস্কর নাঈম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গণঅধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল মামুন সুজন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গণঅধিকার পরিষদের সিলেট ৬ আসনের এমপি পদপ্রার্থী অ্যাড. জাহিদুর রহমান, প্রবাসী নেতা আবুল মনসুর সাজু চৌধুরী, বাংলাদেশ যুব অধিকার পরিষদের শাহ শামীম আহমেদ অপু, মহানগর সভাপতি মোঃ আলী, সাধারণ সম্পাদক সামাদ আজাদ, রুহুল আমিন, আলী আহমেদ তাজ, সাহেদ আহমেদ ছামী, মোহাম্মদ ইমরান হোসেন, বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ সিলেট জেলা শাখার ফয়সাল আহমেদ, রিয়াজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম, ওলিউর রহমান মনজিল, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ এর কেন্দ্রীয় নেতা এবি আল মাহমুদ, মহানগর নেতা আমিরুল ইসলাম, জালালী, এনাম আরিয়ান আশরাফুল ইসলাম, নাঈম মিয়া, গণনেতা শাহীন আহমেদ, হারুনুর অর রশীদ, সৈয়দ আলবাব হোসেন, লিটন মাহমুদ সহ অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর