তালামীযের স্বেচ্ছাসেবক প্রশিক্ষণ সম্পন্ন

প্রকাশিত: ৩:০৮ অপরাহ্ণ, জানুয়ারি ১২, ২০১৯

তালামীযের স্বেচ্ছাসেবক প্রশিক্ষণ সম্পন্ন

আগামী ১৫ জানুয়ারি মঙ্গলবার রঈসুল কুররা ওয়াল মুফাসসিরীন, উস্তাযুল মুহাদ্দিসীন, সুলতানুল আরিফীন, শামসুল উলামা হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (র.)’র ১১তম বার্ষিক ঈসালে সাওয়াব মাহফিল সফলের লক্ষ্যে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার স্বেচ্ছাসেবক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।

শনিবার, সিলেট সোবহানীঘাটস্থ সংগঠনের বিভাগীয় কার্যালয়ে অনুষ্ঠিত প্রশিক্ষণে সভাপতির বক্তব্য রাখেন কেন্দ্রীয় সভাপতি রেদওয়ান আহমদ চৌধুরী।

কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আখতার হোসাইন জাহেদ এর পরিচালনায় এতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ সভাপতি দুলাল আহমদ, মুহাম্মদ মুহিবুর রহমান, সহ সাধারণ সম্পাদক হুমায়ূনুর রহমান লেখন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোজতবা হাসান চৌধুরী নোমান, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ উসমান গণি, সহ-প্রশিক্ষণ সম্পাদক সৈয়দ আহমদ আল জামিল, সহ শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মো. আব্দুল মুহিত রাসেল, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহবুবুল হাসান জুয়েল ও কেন্দ্রীয় সদস্য তৌরিছ আলী।

এতে আরো উপস্থিত ছিলেন- সিলেট মহানগর সভাপতি মাহবুবুর রহমান ফরহাদ, সিলেট পূর্ব জেলা সভাপতি আব্দুল খালিক রুহিল শাহ, সিলেট পশ্চিম জেলা সভাপতি মো. জাহেদুর রহমান, সুনামগঞ্জ জেলা সভাপতি রফিকুল ইসলাম তালুকদার, মৌলভীবাজার জেলা সভাপতি এম এ জলিল, প্রাইভেট ইউনিভার্সিটি জোন সিলেটের সভাপতি মাসরুর হাসান জাফরী, সিলেট মহানগর সাধারণ সম্পাদক এস এম মনোয়ার, সিলেট পূর্ব জেলা সাধারণ সম্পাদক আবুল কাশেম, সিলেট পশ্চিম জেলা সাধারণ সম্পাদক শেখ আলী হায়দার, সুনামগনজ জেলা সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম, প্রাইভেট ইউনিভার্সিটি জোন সিলেটের সাধারণ সম্পাদক কামাল হোসাইন নাজিম প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর