সিলেট ডায়াবেটিক হাসপাতালে আব্দুল আহাদের এক্স-রে মেশিন প্রদান

প্রকাশিত: ৩:৪০ অপরাহ্ণ, জানুয়ারি ১৫, ২০১৯

সিলেট ডায়াবেটিক হাসপাতালে আব্দুল আহাদের এক্স-রে মেশিন প্রদান

সিলেট ডায়াবেটিক সমিতি কর্তৃক পরিচালিত সিলেট ডায়াবেটিক হাসপাতালের সার্বিক উন্নয়ন কার্যক্রম গতিশীল করার লক্ষে হাসপাতালের দন্ত বিভাগে অনুদান স্বরূপ এক্স-রে মেশিন প্রদান করেছেন বিশিষ্ট দানবীর আলহাজ্ব আব্দুল আহাদ। তিনি নগরের পাঠানটুলার বাসিন্দা ও ডায়াবেটিক সমিতির সম্মানিত জীবন সদস্য।

মঙ্গলবার তিনি অনুদানস্বরূপ ডায়াবেটিক সমিতির সভাপতি অধ্যাপক ডা. এম. এ. আহবাব, সাধারণ সম্পাদক লোকমান আহমদ ও কোষাধ্যক্ষ এম. এ. মান্নানের হাতে দুই লক্ষ টাকার চেক তুলে দেন।

এসময় তিনি বলেন, নীরব ঘাতক ডায়াবেটিস রোগ মোকাবেলায় ডায়াবেটিক হাসপাতাল অগ্রণী ভূমিকা পালক করে চলেছে। এ হাসপাতালের কার্যক্রমে সম্পৃক্ত হতে পেরে আমি আনন্দিত। আগামী দিনেও আপনাদের যে কোন প্রয়োজনে সঙ্গী হয়ে পথ চলতে চাই। সিলেট ডায়াবেটিক হাসপাতালে আমার সহযোগিতার হাত ধারাবাহিকভাবে অব্যাহত থাকেব ইনশাহআল্লাহ।

এ সময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সমিতির যুগ্ম-কোষাধ্যক্ষ শিবব্রত ভৌমিক চন্দন, কার্যকরি কমিটির সদস্য ডা. আজিজুর রহমান, প্রকৌশলী মোঃ আইয়ুব আলী, সাংবাদিক আফতাব চৌধুরী, সম্মানিত জীবন সদস্য আলাউদ্দি আহমদ মুক্তা, হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এ. জেড. মাহবুব আহমদ, আবাসিক মেডিলে অফিসার ডা. ললিত মোহন নাথ, দন্ত বিভাগের চিকিৎসক ডা. প্রনবেন্দু দেব রায় ও ডা. নিলুৎপল লস্করসহ, ডা. এম. এ. লতিফ, ডা. এ.টি.এম. জাফর আহমদ, ডা. এ. কে. এম. জিয়াউল হক, ডা. রাশেদা বেগম প্রমূখ। সংবাদ বিজ্ঞপ্তি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর