ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ দেড় লাখ টাকা জরিমানা

প্রকাশিত: ২:০৬ অপরাহ্ণ, জানুয়ারি ১৭, ২০১৯

ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ দেড় লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদন
মেয়াদোত্তীর্ণ ও অধিক মূল্যে ওষুধ বিক্রির দায়ে সিলেট ওসমানী মেডিকেল কলেজ রোডের দুই ফার্মেসিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) দুপুরে এ অভিযান চালানো হয়। অভিযানে দুই ফার্মেসিকে দেড়লাখ টাকা জরিমানা করা হয়।

ওসমানী মেডিকেল এলাকার ফার্মেসিগুলোর বিরুদ্ধে অনেকদিন ধরেই নানা অনিয়মের অভিযোগ রয়েছে। এসব অনিয়মের প্রেক্ষিতে বৃহস্পতিবার অভিযানে নামে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে অভিযোগের সত্যতাও পায় আদালত। ফার্মেসিতে মেয়াদ পেরোনোর পরও ওষুধ বিক্রি ও অধিক দামে ওষুধ বিক্রির প্রমাণ পায় আদালত।

হাসপাতাল রোডের হেনা ফার্মেসিকে এক লাখ টাকা ও সুমাইয়া মেডিসিন কর্নারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকারী ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট খৃষ্টফার হিমেল রিসিল জানান, দালালদের মাধ্যমে রোগীদের জিম্মি করে এসব ফার্মেসির বিরুদ্ধে মেয়াদোত্তীর্ণ ও অধিক মূল্যে ওষুধ বিক্রির অভিযোগ ছিল। অভিযানে এই অভিযোগের সত্যতা পেয়ে দুইটি ফার্মেসিকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর