জমিয়তের কর্মী সম্মেলন বুধবার, প্রধান অতিথি আল্লামা ক্বাসেমী

প্রকাশিত: ১:৫৫ অপরাহ্ণ, জানুয়ারি ২৮, ২০১৯

জমিয়তের কর্মী সম্মেলন বুধবার, প্রধান অতিথি আল্লামা ক্বাসেমী

২৩ দলীয় জোট ও জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা নুর হোসেইন ক্বাসেমী দুই দিনের সফরে আগামী ৩০ জানুয়ারি বুধবার সন্ধ্যায় বাংলাদেশ বিমানে ঢাকা থেকে সিলেট ওসমানী বিমানবন্দরে এসে পৌছবেন।

জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট জেলার প্রচার সম্পাদক মাওলানা সালেহ আহমদ শাহবাগী প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, ওই দিন সন্ধ্যা সাড়ে ৭টায় সিলেট জেলা ও মহানগর জমিয়তের কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন জমিয়ত মহাসচিব।

সিলেটে রাত্রীযাপন করে পরদিন ৩১ জানুয়ারি বৃহস্পতিবার বিয়ানীবাজারের জামিয়া ক্বাসিমূল উলুম কাকরদিয়া শেওলা দণি বাগ মেওয়া মাদ্রাসার বার্ষিক ইসলামী মহাসম্মেলনে প্রধান অতিথি হিসেবে বয়ান পেশ করবেন।

এদিকে জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট জেলা ও মহানগর শাখার বুধবারের সন্ধ্যা সাড়ে ৭টায় যৌথ কর্মী সম্মেলন সফর করার জন্য জেলা জমিয়তের সভাপতি মাওলানা শায়খ জিয়া উদ্দিন, মহানগর সভাপতি মাওলানা খলিলুর রহমান, জেলার সাধারন সম্পাদক মাওলানা আতাউর রহমান, মহানগর সাধারণ সম্পাদক হাফিজ ফখরুজ্জামান দলীয় নেতাকর্মীদেরকে যথাসময়ে উপস্থিত থাকার আহ্বান জানান। সংবাদ বিজ্ঞপ্তি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর