নাটাব’র ৭২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৩:৫৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০১৯

নাটাব’র ৭২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

যক্ষ্মা রোগীদের চিকিৎসা ও সেবার উদ্দেশ্যে ১৯৪৫ সাল থেকে সিলেটে গড়ে ওঠা দেশের প্রথম প্রতিষ্ঠান বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব), সিলেট জেলা শাখার ৭২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ৩১ জানুয়ারি সিলেটের একটি অভিজাত হোটেলের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব), সিলেট জেলা শাখার কার্যনির্বাহী কমিটির সভাপতি ইকবাল আহমদ চৌধুরী এডভোকেট।

সভার শুরুতে স্বাগত বক্তব্য ও গত দ্বি-বার্ষিক সভার কার্যবিবরণী পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক অমরেন্দ্র শংকর দেবরায় প্রদীপ। সাধারণ সম্পাদকের প্রতিবেদন পাঠ করেন যুগ্ম সম্পাদক মোহাম্মদ সাবের চৌধুরী।

সমিতির ২০১৮ এর আয়-ব্যয় হিসাব উপস্থাপন করেন সাধারণ সম্পাদক এবং ২০১৯ এর সম্ভাব্য বাজেট পেশ করেন কোষাধ্য প্রকৌশলী আইয়ুব আলী।

সভায় সমিতির কার্যক্রম আরও গতিশীল করাসহ ইতিবৃত্ত প্রকাশনা, সমিতির সম্পত্তি উদ্ধারে আইনী তৎপরতা, যক্ষ্মারোগীদের পুষ্টি কার্যক্রম ও যক্ষ্মারোগ প্রতিরোধ সম্পর্কে সাধারণ মানুষের মাঝে সচেনতা বৃদ্ধিতে কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর