আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করতে হলে ওলীআল্লাহদের পথ অনুসরণ করতে হবে : ড. আহসান উল্লাহ

প্রকাশিত: ৪:০৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০১৯

আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করতে হলে ওলীআল্লাহদের পথ অনুসরণ করতে হবে : ড. আহসান উল্লাহ

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ আহসান উল্লাহ বলেছেন, ইলমে হাদীসের েেত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো সনদ। ইমাম বুখারী, ইমাম মালিক প্রমুখ মুহাদ্দিস সকল ব্যক্তির নিকট থেকে হাদীস গ্রহণ করতেন না। ইলমে দ্বীনের প্রতিটি বিষয়ে সনদ বা ব্যক্তির গ্রহণযোগ্যতার প্রতি ল্য রাখতে হয়। আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ র. দ্বীনের েেত্র গ্রহণযোগ্য সনদ তথা ব্যক্তিত্ব। আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করতে হলে তাঁর মতো ওলীআল্লাহদের পথ অনুসরণ করে তরীকত চর্চা করতে হবে।

তিনি বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি, ২০১৯) তাঁর সম্মানে বাদেদেওরাইল ফুলতলী কামিল এম.এ মাদরাসায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন।

মাদরাসার অধ্য মাওলানা মুহাম্মদ আব্দুর রহীম এর সভাপতিত্বে ও প্রভাষক মাওলানা নজমুল হুদা খানের পরিচালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র মুহতারাম সভাপতি হযরত মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী।

সংবর্ধিত অতিথিকে মাদরাসার প থেকে ক্রেস্ট প্রদান করেন অধ্য মাওলানা আব্দুর রহীম ও ফুলতলী ছাহেব বাড়ি কমপ্লেক্স এর প থেকে ক্রেস্ট প্রদান করেন মাদরাসার উপাধ্য ও হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (র.) এর নাতি মাওলানা মাহমুদ হাসান চৌধুরী।

বক্তব্য রাখেন- হযরত শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদরাসার উপাধ্য মাওলানা আবূ ছালেহ মুহাম্মদ কুতবুল আলম, বাদেদেওরাইল ফুলতলী কামিল মাদরাসার সহকারী অধ্যাপক এম আব্দুল্লাহ আল মামুন, আরবী প্রভাষক মাওলানা মোহাম্মদ আলী, মাওলানা আব্দুল লতিফ, বাংলা প্রভাষক মুহাম্মদ বদরুল আলম প্রমুখ।

এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদরাসা মাদরাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা এখলাছুর রহমান, বিশ্বনাথ আলিয়া মাদরাসার প্রিন্সিপাল মাওলানা নুমান আহমদ, চান্দগ্রাম ফাজিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মোস্তাক আহমদ চৌধুরী, ইছামতি কামিল মাদরাসার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মাওলানা শিহাবুর রহমান চৌধুরী।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- বাদেদেওরাইল ফুলতলী কামিল মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা হবিবুর রহমান, ইছামতি কামিল মাদরাসার আরবী প্রভাষক মাওলানা ওয়ারিছ উদ্দিন, ফুলতলী কামিল মাদরাসার ইংরেজি প্রভাষক মো. এমরান আলী, আরবী প্রভাষক মাওলানা আবু বকর, শিক মো. ময়নুল হক, মাওলানা হাবিবুর রহমান আনসারী, মাওলানা ফয়েজ আহমদ চৌধুরী, মাওলানা শিব্বির আহমদ ওসমান, মো. আব্দুল ওয়াহাব, মাওলানা আব্দুল কাইয়ূম প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর