হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশনের বিভাগীয় প্রতিযোগিতা সম্পন্ন

প্রকাশিত: ২:১৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০১৯

হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশনের বিভাগীয় প্রতিযোগিতা সম্পন্ন

নিজস্ব প্রতিবেদন
হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ সিলেট বিভাগীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। রোববার নগরের একটি অভিজাত হোটেলে এ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

হযরত শাহজালাল (রঃ) জামে মসজিদের পেশ ইমাম ও খতিব হাফিজ মাওলানা আসজাদ আহমদ এর সভাপত্বিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।

আম্বরখানা জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুফতি সালেহ আহমদ এর পরিচালনায়, প্রধান বিচারক হিসেবে উপস্থিত ছিলেন- হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের সভাপতি হাফিজ মাওলানা ক্বারী আব্দুল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশে এর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হাফিজ মাওলানা নুরুল রশিদ কাসিমী ও যুগ্ম সম্পাদক হাফিজ মাওলানা নাছির উদ্দিন।

হিফজুল কুরআন প্রতিযোগিতায় সিলেট বিভাগীয় পর্যায়ে ৮০ জন প্রতিযোগী অংশ নেন। এর মধ্য থেকে চারটি গ্রæপে ২০ জনকে পুরস্কৃত করা হয়। এছাড়াও সিলেট বিভাগের ৪০টি মাদরাসা থেকে আগত ৪০ জন শিক্ষককে পুরষ্কৃত করা হয়।

উল্লেখ্য, হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রথমে উপজেলা এবং জেলা পরে বিভাগীয় পর্যায়ে বিজয়ীদের কে জাতীয় পর্যায়ে প্রতিযোগিতা অংশ নিতে হবে।

সর্বশেষ ২৪ খবর