প্রবাসে যতবেশি বাংলাদেশী প্রতিষ্ঠান হবে দেশের মুখ ততবেশি উজ্জ্বল হবে : ড. রফিক

প্রকাশিত: ৫:০৭ অপরাহ্ণ, এপ্রিল ৫, ২০১৯

প্রবাসে যতবেশি বাংলাদেশী প্রতিষ্ঠান হবে দেশের মুখ ততবেশি উজ্জ্বল হবে : ড. রফিক

সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল (কমার্শিয়াল কাউন্সিলর) ড. এ.কে.এম রফিক আহমেদ বলেছেন প্রবাসে যতবেশি বাংলাদেশী ব্যবসা প্রতিষ্ঠান হবে, দেশের মুখ ততবেশি উজ্জ্বল হবে। সেক্ষেত্রে প্রবাসে ব্যবসায় বিনিয়োগ করতে (প্রবাসী) বিত্তবান বাংলাদেশীদের এগিয়ে আসতে হবে। প্রবাসে নিজেদের ব্যবসা প্রতিষ্ঠান থাকলে সেখানে কর্মসংস্থানের সুযোগ হবে। দেশ থেকে লোক এনে কাজে লাগানো যাবে।

তিনি সংযুক্ত আরব আমিরাতের শারজাহ রুলা আলগুয়াইর এরিয়াতে ‘নূর আল হেলাল রেস্টুরেন্ট’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

যুবনেতা আনোয়ার হোসেনের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের স্বত্ত¡াধিকারী হেলাল আহমেদ।

তিনি বলেন, অনেক আশা নিয়ে এই ব্যবসা প্রতিষ্ঠান খুলেছি। নিজের সবটুকু মেধা দিয়ে প্রতিষ্ঠানের সুনাম অর্জনে আমি চেষ্টা করবো। কারণ, এই প্রতিষ্ঠানের সুনাম হলে আমার দেশের সুনাম হবে। এখানকার মানুষের মনে বাংলাদেশীদের সম্পর্কে নতুন ধারণার সৃষ্টি হবে। তারা আমাদের সাথে ব্যবসায়ী সূলভ আচরণ করবে। তিনি ব্যবসা প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্যের জন্য সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমিউনিটি নেতা বদরুল ইসলাম চৌধুরী, দুবাই আওয়ামী লীগের সভাপতি হাজী শফিকুল ইসলাম, কমিউনিটি নেতা গীতিকবি আজাদ লালন, হাবিবুর রহমান চুনু, আবদুল মন্নান, চুনু মিয়া, ফরিদ আহমেদ শাহিন, আবদুল মতিন, ইসমত আলী, তালুকদার আবু সারওয়ার, রুবেল আহমেদ, এমদাদুল হক নাসেরসহ প্রায় দুই শতাধিক কমিউনিটি নেতৃবৃন্দ। সংবাদ বিজ্ঞপ্তি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর