পরিবহন ধর্মঘটে কোম্পানীগঞ্জে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি

প্রকাশিত: ৬:০০ অপরাহ্ণ, মে ৭, ২০১৯

পরিবহন ধর্মঘটে কোম্পানীগঞ্জে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি

ধোপাগুলে মালিক-শ্রমিক ও ব্যবসায়ীদের মহা সমাবেশ কঠোর কর্মসূচির হুশিয়ারী


খলিলুর রহমান
সিলেট-ভোলাগঞ্জ রোডে ওভারলোড বন্ধ ও কোম্পানীগঞ্জে শতাধিক ট্রাক আটকে রাখার প্রতিবাদে অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘটের ৩য় দিন অতিবাহিত হয়েছে। এ উপলক্ষে ধোপাগুলে মহা সমাবেশ করেছেন সকল পরিহণ মালিক-শ্রমিক ও ব্যবসায়ীরা। ধর্মঘটের কারণে কোম্পানীগঞ্জের সবক’টি বাজারে দ্রব্যমূল্যে উর্ধ্বগতি অব্যাহত রয়েছে।

অপর দিকে প্রতিদিনের মতো সোমবার সকাল থেকে নগরের কালিঘাট, সবজি বাজারসহ বিভিন্ন বাজারে কোম্পানীগঞ্জে গাড়ি লোড করা থেকে বিরত থাকেন প্রায় অর্ধশত গাড়ির শ্রমিক। তাই সোমবারও কোন ধরনের গাড়ি মালামাল নিয়ে কোম্পানীগঞ্জে যায়নি। ফলে রমজানের পূর্ব থেকেই বেড়েছে সেখানকার দ্রব্যমূল্য। মানুষের মধ্যে দেখা দিয়েছে দুর্ভোগ। স্থানীয় প্রশাসন নিরব ভূমিকা পালন করছেন।

এদিকে সদর উপজেলার ধোপাগুল শহীদ মিনার সংলগ্ন মাঠে ডাকা মহা সমাবেশে উপস্থিত হন সহ¯্রাধিক পরিবহণ মালিক-শ্রমিক ও ব্যবসায়ীরা। বিমান বন্দর থানা ট্রাক মালিক গ্রুপের সভাপতি হাজী মো. মাসুক মিয়ার সভাপতিত্বে মহা সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা ট্রাক মালিক গ্রæপের কার্যকরি সভাপতি ও সমন্বয় ঐক্য পরিষদের আহবায়ক, বিশিষ্ট পরিবহণ ব্যবসায়ী গোলাম হাদী ছয়ফুল।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি শ্রী আবু সরকার।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা ট্রান্সপোর্ট মালিক গ্রুপের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, কার্য নির্বাহী কমিটির সদস্য ও বিমান বন্দর থানা ট্রাক মালিক গ্রুপের কার্যকরি সভাপতি হাজী নাসির উদ্দিন, জেলা ট্রাক মালিক গ্রæপের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক শাব্বীর আহমদ ফয়েজ, তরুণ রাজনীতিবীদ ও জেলা ট্রাক মালিক গ্রুপের সিনিয়র সদস্য সমাজসেবী ইকলাল আহমদ, জেলা ট্রাক পিকআপ ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আমির উদ্দিন, জেলা ট্রান্সপোর্ট মালিক গ্রুপের সাংগঠনিক সম্পাদক নাজির আহমদ স্বপন, কোষাধ্যক্ষ আব্দুল লতিফ চৌধুরী নিপু, দফতর সম্পাদক আবুল কালাম কাজল, ট্রাক শ্রমিক ইউনিয়নের সহ সভাপতি জোবের আহমদ, যুগ্ম সম্পাদক মোহাম্মদ আলী, সাবেক সহ সভাপতি আরফান মিয়া, গোয়াইনঘাট থানা ট্রাক মালিক গ্রæপের সভাপতি লুৎফুর রহমান, খাদিমনগর ইউনিয়নের ৫ং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন, যুবলীগ নেতা মোবারক হোসেন।

বিমান বন্দর থানা ট্রাক মালিক গ্রুপের সাধারণ সম্পাদক সৈয়দ সালেহ আহমদ শাহনাজ ও ফাহিম আহমদের যৌথ পরিচালনায় সমাবেশে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, বিমান বন্দর থানা ট্রান্সপোর্ট মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মঈন উদ্দিন, ধোপাগুল পাথর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ও বিমান বন্দর থানা ট্রাক মালিক গ্রুপের প্রথম কার্য নির্বাহী সদস্য মো. নুরুল আমীন, ট্রাক মালিক গ্রুপের সহ সভাপতি হাজী শায়েস্তা মিয়া, হাজী আরিফ আহমদ সুমন, সহ সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ, সহ সাংগঠনিক সম্পাদক আল মামুন, কোষাধ্যক্ষ হাজী রফিকুল ইসলাম, প্রচার সম্পাদক মো. বুরহান উদ্দিন, দফতর সম্পাদক জয়মনি বিশ^াস, কার্যকরি সদস্য সাব্বির আহমদ, আব্দুন নুর, দুলাল মিয়া, মো. ফেরদৌস আহমদ, মো. আনা মিয়া, মো. ফয়েজ মিয়া, মো. ফজলুল হক, মো. দুলাল মিয়া, আরিফ আহমদ, শাহাদত হোসেন, রজব আলী, মো. হানিফ আলী, মো. মোর্শেদ প্রমূখ। সভায় বক্তারা বলেন, হুমকি দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না। যতদিন পর্যন্ত দাবী না মানা হবে ততদিন পর্যন্ত পরিবহণ ধর্মঘট চলবে। দু-চার দিনের মধ্যে সকল অঙ্গ সংগঠনের সাথে মতবিনিময় করে জেলা পর্যায়ে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

অপর দিকে পবিত্র রমজান মাসে বাজারের দ্রব্যমূল্যের উর্ধ্বগতি থাকায় চরম ক্ষোভ বিরাজ করছে সেখানকার ভোক্তাদের মাঝে। তারা দ্রæত চলমান সমস্যার সমাধান কামনা করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর