কানাইঘাট বণিক সমিতি সদস্যদের শপথ গ্রহণ

প্রকাশিত: ৪:৩০ অপরাহ্ণ, অক্টোবর ৩০, ২০১৮

কানাইঘাট বণিক সমিতি সদস্যদের শপথ গ্রহণ

কানাইঘাট প্রতিনিধি
কানাইঘাট বাজার বণিক সমিতির নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ সোমবার সকাল ১১টায় কানাইঘাট উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
কানাইঘাট পৌরসভার সাবেক মেয়র লুৎফুর রহমানের সভাপতিত্বে ও কানাইঘাট সরকারি কলেজের প্রতিষ্ঠাতা অধ্য সিরাজুল ইসলামের পরিচালনায় উক্ত শপথগ্রহণ অনুষ্ঠানে শপথবাক্য পাঠ করান কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানা।
এসময় শপথ গ্রহণ করেন কানাইঘাট বাজার বণিক সমিতির নব নির্বাচিত কমিটির সভাপতি আলতাফ হোসেন, সহ সভাপতি ইসলাম উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল হেকিম শামিম, কোষাধ্য নজির উদ্দিন প্রধান, সহ সাধারণ সম্পাদক জামাল উদ্দিন সেলিম, ১নং ওয়ার্ডের সদস্য ফিরোজ মিয়া, হেলাল আহমদ, ২নং ওয়ার্র্ডের সদস্য মখলিছুর রহমান, আলম আহমদ, ৩নং ওয়ার্র্ডের সদস্য ইফতেখার আলম, সেলিম উদ্দিন।
শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা সহকারি কমিশনার (ভূমি) লুসি কান্ত হাজং, কানাইঘাট থানার ওসি (তদন্ত) মোঃ নুনু মিয়া, কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক রিংকু চক্রবর্তী, ফখর উদ্দিন শামীম, পৌর আওয়ামী লীগের আহবায়ক জামাল উদ্দিন, নির্বাচন পরিচালনা কমিটির রির্টানিং কর্মকর্তা প্রফেসর সিরাজুল ইসলাম, সহকারী রির্টানিং কর্মকর্তা মফিজুর রহমান (বাবলু মেম্বার), উপজেলা যুবলীগের আহবায়ক এনামুল হক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এস এম মাহবুবুল আম্বিয়া, কানাইঘাট উপজেলা প্রেসকাবের সভাপতি আলিম উদ্দিন আলিম, কানাইঘাট প্রেসকাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিনসহ কানাইঘাট বাজারের ব্যবসায়ীবৃন্দ এবং উপজেলার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
এর আগে ১৫ অক্টোবর ২০১৮ সোমবার নির্বাচনী তফসিল অনুযায়ী সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কানাইঘাট ডাক বাংলো হল রুমে টানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ভোটাররা তাদের পছন্দের ৬টি পদে ৭ জন প্রার্থীকে ভোট প্রদান করেন। নির্বাচন পর্যবেণ করেন বিরোধী দলীয় হুইপ সিলেট-৫ আসনের সংসদ সদস্য সেলিম উদ্দিন, কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানা, কানাইঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আহাদ।
সার্বণিক উপস্থিত থেকে প্রধান নির্বাচনী দায়িত্ব পালন করেন কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের আহবায়ক সাবেক মেয়র লুৎফুর রহমান, যুগ্ম আহবায়ক অধ্য সিরাজুল ইসলাম, পৌর আ’লীগের আহ্বায়ক জামাল উদ্দিন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
নির্বাচনে সভাপতি পদে আলতাফ হোসেন মোটরসাইকেল প্রতীক নিয়ে ২৫৮টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্ধী সাবেক সভাপতি সিরাজুল ইসলাম খোকন চেয়ার প্রতীক নিয়ে ২৫৬টি ভোট, সহ-সভাপতি পদে কাউন্সিলর ইসলাম উদ্দিন সিএনজি প্রতীক নিয়ে ৪৭৯টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্ধী হবিব আহমদ ফ্যান প্রতীকে ১৫২টি, সাধারণ সম্পাদক পদে আব্দুল হেকিম শামীম চাকা প্রতীক নিয়ে ৪৪১টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্ধী কাউন্সিলর বিলাল উদ্দিন ডাব প্রতীক নিয়ে ১৭১টি ভোট।
সহ-সাধারণ সম্পাদক পদে সেলিম আহমদ ৩০২টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্ধী নুরুল আমিন ২১৯টি ভোট, কোষাধ্য পদে নজির উদ্দিন প্রধান চশমা প্রতীক নিয়ে ৪৩৯টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্ধী মাছ প্রতীক নিয়ে দেলোয়র হোসেন ২৬২টি ভোট পেয়েছেন।
এছাড়া সদস্য পদে ৬ জন নির্বাচিত হয়েছেন তারা হলেন ১নং ওর্য়াড থেকে হেলাল আহমদ জগ প্রতীক নিয়ে ১৭৫ টি ও ফিরোজ আহমদ রিক্সা প্রতীকে ১১০টি, ২নং ওর্য়াড থেকে মখলিছুর রহমান টিবওয়েল মার্কায় ৯৮টি ও আলম মিয়া জগ মার্কায় ৮৮টি, ৩নং ওয়ার্ড থেকে ইফতেখার হোসেন আলম আপেল প্রতীক নিয়ে ১২৪টি ও সেলিম আহমদ ফুটবল প্রতীকে ৮২টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
উল্লেখ্য, বিগত ৪ দলীয় জোট সরকারের আমলে কানাইঘাট পৌরসভা ঘোষাণার পর থেকে দীর্ঘ দিন কানাইঘাট বাজার বণিক সমিতির নির্বাচন হয়নি। সে জন্য দীর্ঘদিন পর বণিক সমিতির এ নির্বাচন হওয়ায় ব্যবসায়ীদের মধ্যে আনন্দ বিরাজ ছিল লণীয়।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর