রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের ত্রাণ বিতরণ

প্রকাশিত: ১২:৫৯ অপরাহ্ণ, জুলাই ২০, ২০১৯

রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের ত্রাণ বিতরণ

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের উদ্যোগে নিজস্ব অর্থায়নে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে।

এরই অংশ হিসেবে কোম্পানিগঞ্জ উপজেলার তেলিখাল গ্রামে আজ শনিবার তেলিখাল, উত্তর রণিখাই ও দক্ষিণ রনিখাই এই তিনটি ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্থ একশত পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, তৈল ও লবণ।

ত্রাণ সামগ্রী বিতরণকালে রেডক্রিসেন্ট সিলেট ইউনিটের সাধারণ সম্পাদক আব্দুর রহমান জামিল বলেন, রেড ক্রিসেন্ট সোসাইটি হচ্ছে আর্ত মানবতার আরেক নাম। দুঃখ-দুর্দশায় মানুষের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেয়া রেড ক্রিসেন্ট সোসাইটির মূল উদ্দেশ্য। বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষ কাজ-কর্মের অভাবে পর্যাপ্ত আহার না পাওয়াসহ নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। ক্ষতিগ্রস্থ মানুষের সহায়তায় আমাদের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে, এটা আমাদের নৈতিক দায়িত্ব।

এসময় রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের সাধারণ সম্পাদক আব্দুর রহমান জামিলসহ কার্যনির্বাহী কমিটির সদস্য মো. মজির উদ্দিন, সোহেব আহমদ, যুব রেড ক্রিসেন্ট সোসাইট সিলেট ইউনিটের বিভাগীয় উপ-প্রধান প্রশিক্ষণ বিভাগের বদরুল আজাদ শুভ, বিভাগীয় প্রধান (রক্ত) রানী বেগম, সদস্য বিণা পানি দাস, এলাকার মুরব্বি ফজলুর রহমান, শফি উল্লাহ, আনছার উদ্দিন। এ সময় এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর