ইলিয়াস আলী সহ গুমকৃত নেতাকর্মীদের পরিবারের পাশে জেলা বিএনপির আহ্বায়ক কমিটি

প্রকাশিত: ১১:৪১ পূর্বাহ্ণ, অক্টোবর ৭, ২০১৯

ইলিয়াস আলী সহ গুমকৃত নেতাকর্মীদের পরিবারের পাশে জেলা বিএনপির আহ্বায়ক কমিটি

নিখোঁজ জননেতা এম ইলিয়াস আলী সহ গুমকৃত নেতাকর্মীদের পরিবারের সাথে সাক্ষাৎ করেছেন নবগঠিত সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ। সোমবার দিনভর গুমকৃত সকল পরিবারের সাথে সাক্ষাৎ করে তাদের খোজঁ খবর নেন তারা।
জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদারের নেতৃত্বে জেলা বিএনপির প্রতিনিধি দল সিলেটের কোটি জনতার হৃদয়ের স্পন্দন জননেতা এম ইলিয়াস আলীর বাড়ীতে যান। সেখানে তারা ইলিয়াস আলীর বৃদ্ধা মায়ের খোজঁ খবর নেন। পর্যায়ক্রমে জেলা বিএনপি নেতৃবৃন্দ নিখোঁজ ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনার, জুনেদ আহমদ ও গাড়ী চালক আনসার আলীর বাড়ীতে গিয়ে তাদের পরিবারের খোজঁ খবর নেন। সকল পরিবারের সাথে সময় কাটান এবং কুশলাদি বিনিময় করেন। এসময় গুমকৃত সকল নেতাকর্মীদের সন্ধান কামনা করেন এবং সন্ধানের দাবীতে কর্মসুচী অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন তারা। উল্লেখ্য- কমিটি গঠনের পর শনিবার দরগাহে হযরত শাহজালাল (র.) এর মাজার জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেন নবগঠিত জেলা বিএনপির আহ্বায়ক কমিটি।
এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার, আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল মান্নান, ফখরুল ইসলাম ফারুক, মাহবুবুর রব চৌধুরী ফয়সল, মাজহারুল ইসলাম ডালিম, আব্দুল আহাদ খান জামাল, আবুল কাশেম ও শামীম আহমদ, বিশ^নাথ উপজেলা বিএনপির সভাপতি জালাল উদ্দিন চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক লিলু মিয়ার চেয়ারম্যান, সাবেক সাধারণ সম্পাদক গৌছ মিয়া, যুক্তরাজ্য বিএনপির সহ-সভাপতি গোলাম রব্বানী, বিএনপি নেতা নুর উদ্দিন, মোঃ মঈনুল হক, আরিফ ইকবাল নেহাল চেয়ারম্যান, বুরহান উদ্দিন ও হাসান মঈনুদ্দিন প্রমূখ। প্রেস-বিজ্ঞপ্তি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর