ঢাকা ৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:২৮ অপরাহ্ণ, জানুয়ারি ২৫, ২০২০
ডেস্ক প্রতিবেদন :এডিপি প্রকল্প ২০১৯-২০২০ অর্থ বছরের অর্থায়নে কানাইঘাটের ৮ নং ঝিংগাবাড়ী ইউনিয়ন পরিষদ কর্তৃক আয়োজিত গরীব ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মধ্যে টিফিন বক্স বিতরণী অনুষ্টান ২২ জানুয়ারি বুধবার অনুষ্টিত হয়। পরিষদ হল রুমে আয়োজিত অনুষ্টানে চেয়ারম্যান আব্বাস উদ্দিনের সভাপতিত্বে ও এবাদুর রহমানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বারিউল করিম খাঁন। বিশেষ অতিথি ছিলেন ঝিঙ্গাবাড়ী উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো: আব্দুছ ছালাম ও ইউপি সদস্যবৃন্দ। প্রধান অতিথির বক্তব্য নির্বাহী কর্মকর্তা বারিউল করিম খাঁন বলেন, ঝিংগাবাড়ী ইউনিয়ন পরিষদ ইউনিয়নের সকল মানুষের ভাগ্যন্নয়নে কাজ করছে। শিক্ষার্থীদের উৎসাহিত করতে টিফিন বক্স বিতরণ নিংসন্দেহে তাদের লেখাপড়ায় প্রেরণা জোগাবে। তিনি শিক্ষার্থীদের আগামীর আলোকিত বাংলাদেশ বিনির্মাণে লেখাপড়া করে সুনাগরিক হওয়ার আহ্বান জানান।
অনষ্টানে ইউনিয়নের ১৩ টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৩২৫ জন শিক্ষার্থীকে হট টিফিন বক্স বিতরণ করেন অতিথিবৃন্দ।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech