ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা নদীতে স্কুলছাত্রীর সলিল সমাধি

প্রকাশিত: ৫:০৪ অপরাহ্ণ, নভেম্বর ২৫, ২০১৮

ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা নদীতে স্কুলছাত্রীর সলিল সমাধি

নিজস্ব প্রতিবেদন
ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা নদীতে ডুবে এক স্কুল ছাত্রী সলিল সমাধি ঘটেছে। রোববার দুপুরে উপজেলার পশ্চিম মল্লিকপুর গ্রামের পার্শ্বে কুশিয়ারায় এ ঘটনা ঘটে। তান্নি বেগম (১১) ওই গ্রামের শহিদুল ইসলাম সদু মিয়ার মেয়ে উপজেলার হাজী করম উল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী।

স্থানীয় সংবাদসূত্র জানায়,স্কুল থেকে বাড়ি ফিরে তান্নি গোসল করতে কুশিয়ারা নদীতে নামলে সে তলিয়ে যায়। খবর পেয়ে উদ্ধার কাজ চালায় ফেঞ্চুগঞ্জ ও সিলেটের দমকল বাহিনী। ডুবুরি দল টানা কয়েক ঘন্টা চেষ্টা করেও তান্নির সন্ধান না পেয়ে উদ্ধার কাজ স্থগিত করা হয়।

উদ্ধারকারী দলের টিম লিডার মিজানুর রহমান জানান, অন্ধকার হয়ে যাওয়ায় উদ্ধার কাজ স্থগিত করা হয়েছে। উদ্ধারকারী দলের সদস্যরা ঘটনাস্থলে অবস্থান করবেন। আজ সোমবার সকাল থেকে আবার উদ্ধার কাজ শুরু হবে।

এ দিকে তলিয়ে যাওয়া তান্নির খোজে কুশিয়ারা নদীর বিভিন্ন স্থানে তল্লাশি চালাচ্ছেন স্থানীয়রাও।

সর্বশেষ ২৪ খবর