ঢাকা ২৭শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১২ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৫৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৩, ২০২৩
ব্রিটেনে বাংলাদেশিদের স্বনামধন্য ফুটবল ক্লাব সোনালী অতীতের উদ্যোগে গ্রেটার সিলেট ডিস্ট্রিক কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। গত ১০ সেপ্টেম্বর রোববার হেকনিস্থ ম্যাবলিগ্রীন ফুটবল গ্রাউন্ডে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
এতে বৃহত্তর সিলেটের ৪টি জেলার দুই গ্রুপের মোট ৮টি টিম খেলায় অংশ গ্রহণ করে। লন্ডনে অনুষ্ঠিত গ্রেটার সিলেট ডিস্ট্রিক কাপ ফুটবল টুর্নামেন্টে পঞ্চাশের উর্ধে মৌলভীবাজার জেলাকে পরাজিত করে কোম্বাইন টিম চ্যাম্পিয়ন হয়েছে এবং চল্লিশের উর্ধে সিলেট জেলাকে পরাজিত করে সুনামগঞ্জ জিলা চ্যাম্পিয়ন হয়েছে।
৫০ উর্ধ খেলোয়াড়দের সমন্বয়ে ৮এ সাইড এবং ৪০ উর্ধে ১১এ সাইড এই টুর্নামেন্টে শুরু হয় সকাল ১০টা থেকে।
এদিকে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনালী অতীত ইউকের চেয়ারম্যান জামাল উদ্দিন।
সাধারণ সম্পাদক জয়নাল আবেদনী মিয়া গুলজারের পরিচালনা বক্তব্য রাখেন ও পুরুস্কার তুলে দেন- টাউয়ার হ্যামলেটস কাউন্সিলের কাউন্সিলর সুলুক আহমেদ, কাউন্সিলর আব্দাল উল্লাহ, কাউন্সিলর বদরুল চৌধুরী, সোনালী অতীতের ভাইস চেয়ারম্যান কাউন্সিলর ফারুক মাহফুজ আহমেদ, ট্রেজারর সেলিম উদ্দিন, অর্গনাইজেশন সেক্রেটারী আব্দুল মুহিত, প্রেস এন্ড পাবলিসিটি সেক্রেটারী আবুল কাসেম, আম্পল লেটিং এন্ড মেনেইজমেন্টের পরিচালক আব্দুল হালিম, ভেন্টেইজ এস্কিডেন্ট এন্ড মেনেইজমেন্টের পরিচালক আব্দুস সামাদ প্রমুখ। বিজ্ঞপ্তি
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech