ঢাকা ৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৩৭ অপরাহ্ণ, অক্টোবর ৭, ২০২৩
বিজয়ের কণ্ঠ ডেস্ক
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ইন্টারভেনশনাল হেপাটোলজি বিভাগের উদ্যোগে বিশ্ব শিক্ষক দিবসের আলোচনা সভার আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতালের কনফারেন্স হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অধ্যাপক ডা. মামুন আল মাহতাব (স্বপ্নীল) এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সম্প্রীতি বাংলাদেশের আহবায়ক ও একুশে টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বীর মুক্তিযোদ্ধা পীযূষ বন্দ্যোপাধ্যায়, বাংলা ওয়ার্ল্ড ওয়াইড সংগঠনের আহবায়ক শ্রী সৌম্যব্রত দাস ও কো অর্ডিনেটর অর্পিতা কাঞ্জিলাল, দুজন বীর মুক্তিযোদ্ধা, ভারতের পশ্চিমবঙ্গের বিশিষ্টি নাক-কান-গলা (ইএনটি) বিশেষজ্ঞ ডা. দুলাল বোস এবং ইউরোলজি বিশেষজ্ঞ ডা. শিবাজি বোস।
অনুষ্ঠানে বক্তারা দুই বাংলার এবং বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা বাঙালিদের মধ্যে যোগাযোগ স্থাপন এবং পেশাগত অন্যান্য ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে বাঙালি এবং বাংলাদেশের বিকাশের ওপর গুরুত্ব আরোপ করেন।
তারা আশা প্রকাশ করেন যে, বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা বাঙালি চিকিৎসা বিশেষজ্ঞরা বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যকে ধারণ করে দেশে-বিদেশে আরও সুনাম ও দক্ষতার সঙ্গে সেবা দিয়ে যাবেন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech