ঢাকা ২রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৫০ অপরাহ্ণ, নভেম্বর ১৫, ২০২৪
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর ড. মো. সাজেদুল করিম বলেছেন, আল্লাহ পাকের নৈকট্য ও সন্তুষ্টি অর্জন করতে হলে আর্ত মানবতার সেবায় সবাইকে নিয়োজিত থাকতে হবে। তিনি আরও বলেন, কঠিন সংকটের মধ্য দিয়ে যাচ্ছে বর্তমান বিশ্ব পরিস্থিতি। এই বিভীষিকাময় পরিস্থিতির মাধ্যমে আল্লাহ তা’আলা অসহায়দের পাশাপাশি আমাদেরও পরীক্ষা নিচ্ছেন। তাদের ব্যাপারে আমরা কী পদক্ষেপ নিচ্ছি তা দেখছেন। এই পরীক্ষায় পাস করতে হলে তাদের পাশে দাঁড়াতে হবে। এক্ষেত্রে দরিদ্র আত্মীয়-স্বজন, দরিদ্র প্রতিবেশী, এতিম-মিসকিনসহ প্রত্যেক নিঃস্ব ও অসুস্থ মানুষের পাশে দাঁড়ানোর বিকল্প নেই। এতেই নীহিত রয়েছে মহান আল্লাহর দয়া। তিনি নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে আগামী প্রজন্মের জন্য নিরাপদ বসবাস যোগ্য দেশ গঠনে সবাইকে কাজ করার আহবান জানান।
শুক্রবার (১৫ নভেম্বর) বেলা ২টায় সরকার অনুমোদিত আর্ত মানবতার সেবায় নিয়োজিত মানবিক সংগঠন সিলেট সোসাইটি ও স্টুডেন্ট ইউনিট এর দ্বি-বার্ষিক কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
সিলেট সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল করিম শিকদার এবং যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজ আহমদ কবির এর যৌথ পরিচালনায় কাউন্সিলের উদ্বোধনী বক্তব্যে ভাষা সৈনিক, সিলেট সোসাইটির প্রধান উপদেষ্টা অধ্যক্ষ মাসউদ খাঁন বলেন, সিলেট সোসাইটি ১৬ বছর থেকে ছিন্নমূল মানুষের কল্যানে কাজ করছে, বিশেষ করে ৪ বছর থেকে সিলেট নগরীর লালদিঘীরপাড়ে ১০ টাকায় অন্ন ‘সিলেট সোসাইটি মেহমানখানায়’ ভবঘুরে, ছিন্নমূল ও ভিক্ষুকদের দুপুরের খাবার খাওয়াচ্ছে। তিনি আরও বলেন, প্রাকৃতিক দূর্যোগ সহ বিভিন্ন মানবিক কর্মকান্ডে সিলেট সোসাইটি ও স্টুডেন্ট ইউনিটির সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সিলেট সোসাইটির তহবিলে সহযোগীতার পাশাপাশি, সবাইকে মানুষের কল্যানে কাজ করার আহবান জানান।
কাউন্সিলে প্রধান আলোচকের বক্তব্যে সোসাইটির উপদেষ্টা কাউন্সিলের সদস্য অধ্যক্ষ কবি কালাম আজাদ বলেন, নবী করিম (সা.) ‘হিলফুল ফুজুল’ নামে একটি সংগঠন করে আর্তমানবতার সেবা, অসহায়দের সাহায্য-সহযোগিতা করে আরবের মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছিলেন। রাসুলের এই মানব সেবামূলক কাজ বিধর্মীদের কাছেও প্রশংসনীয় ছিল। নবীজির আদর্শকে অনুসরণ করে দুনিয়া আখেরাতে শান্তি অর্জন করা সম্ভব হবে।
বিশেষ অতিথির বক্তব্যে সিলেট সোসাইটির উপদেষ্টা কাউন্সিলের সদস্য ডা. জহিরুল ইসলাম অচিনপুরী বলেন, হজরত রাসুলুল্লাহ (সা.) ও তার পরিবারের সদস্যরা নিজে না খেয়ে গরিব-দুঃখীকে খাবার দিয়েছেন। অন্যকে সাহায্য করার জন্য নিজের প্রয়োজনকে ত্যাগ করেছিলেন। সিলেট সোসাইটির সদস্যদের এই ত্যাগ আল্লাহপাক যেন কবুল করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, সিলেট সোসাইটির উপদেষ্টা কাউন্সিলের সদস্য মাওলানা রেজাউল করিম জালালী, ডা. সিরাজুল ইসলাম খান, মনোয়ারা খানম, ড. তুতিউর রহমান, সোসাইটির উপদেষ্টা ও সমন্বয়কারী রোটারিয়ান সাংবাদিক শাহজাহান সেলিম বুলবুল। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন মাওলানা রুহুল আমিন শিকদার।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সংগঠনের সিনিয়র সহ সভাপতি ১০ টাকা অন্ন প্রজেক্টের চেয়ারম্যান রোটারিয়ান ডা. কামরুল ইসলাম, সহ সভাপতি মো. ফখরুল ইসলাম, অর্থ সম্পাদক এম সাইফুর রহমান, সাংগঠনিক সম্পাদক মকবুল আহমদ ও মো. মোস্তফা কামাল শামীম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক ফজলে রাব্বী মো. শফিউল, রোটারিয়ান ফখরুল ইসলাম, আসাদ উদ্দিন, আব্দুল কাদির, স্টুডেন্ট ইউনিটের সভাপতি জুলকার নাইন সাইরাস, সিনিয়র সহ সভাপতি আখলাকুজ্জামান লাহিন, সহ সভাপতি মো. কামরুজ্জামান কামরুল, বিষ্ণু রবি দাস, সাধারণ সম্পাদক তাওহিদ জাহান চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক তাহের আহমদ, তানভীর খান ফারদিন, জহিরুল ইসলাম রাব্বী, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজ চৌধুরী, প্রচার সম্পাদক মো. সাইদুল ইসলাম, দপ্তর সম্পাদক সাব্বির হোসেন, ধর্ম সম্পাদক রাশেদ মোস্তফা সাকিব, আইন সম্পাদক তারেক জাহান চৌধুরী, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আব্দুর রহমান আবির, সহ আইন সম্পাদক রহিম উদ্দিন, আপ্যায়ন সম্পাদক ইয়াসিন রহমান, ক্রীড়া সম্পাদক এনামুল হাসান রিপন প্রমুখ।
কাউন্সিলে সিলেট সোসাইটির ২০২৫-২০২৭ সেশনের জন্য মোহাম্মদ শাহজাহান চৌধুরীকে সভাপতি, ডা. কামরুল ইসলামকে সিনিয়র সহ সভাপতি ও মাওলানা আব্দুল করিম শিকদারকে সাধারণ সম্পাদক, এম সাইফুর রহমানকে অর্থ সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। অপরদিকে স্টুডেন্ট ইউনিটের ২০২৫-২০২৭ সেশনের জন্য জুলকার নাইন সাইরাসকে সভাপতি ও তাওহিদ জাহান চৌধুরীকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কাউন্সিল উপলক্ষ্যে এক বণার্ঢ্য র্যালী নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বিজ্ঞপ্তি
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech