সেতু রক্ষা ও কর্মসংস্থানের দাবিতে কোম্পানীগঞ্জে সভা

প্রকাশিত: ৬:৫১ অপরাহ্ণ, ডিসেম্বর ২১, ২০২৪

সেতু রক্ষা ও কর্মসংস্থানের দাবিতে কোম্পানীগঞ্জে সভা

কোম্পানীগঞ্জ প্রতিনিধি
সিলেটের দীর্ঘতম ধলাই সেতু রক্ষা ও কর্মসংস্থান খুলে দেয়ার দাবিতে উপজেলার কলাবাড়ী বাজারে এক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ ডিসেম্বর) সেতুর পূর্ব মূখে পূর্ব ইসলামপুর ইউপি শাখা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা ফয়জুর রহমান, প্রধান বক্তার বক্তব্য রাখেন পূর্ব ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর আলম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালাসাদক বিজিবি ক্যাম্প সুবেদার সবির উল্লাহ।
নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, হাজার হাজার মানুষের জেলা উপজেলায় যাতায়াতের একমাত্র বাহন ধলাই সেতু। দীর্ঘদিন ধরে ধলাই সেতুর নিচসহ আশেপাশে এলাকায় বালুখেকোদের দৌরাত্ম্যে আজ সেতুটি হুমকীর সম্মুখীন। ব্রিজটির ক্ষতি হলে এই এলাকার জনসাধারণ চরম দুর্ভোগে পড়বেন, যা পূরণ হবার নয়। বিশেষ করে উপজেলার উত্তর রণিখাই ও পূর্ব ইসলামপুর নামক ২টি ইউনিয়নের সরাসরি যাতায়াত বিচ্ছিন্ন হয়ে যাবে জেলা ও উপজেলা সদরে। জাতীয় এই সম্পদ সুষ্ঠু সংরক্ষণের জন্য এলাকাবাসীর সজাগ দৃষ্টিসহ প্রশাসনের হস্তক্ষেপ কঠোর ভূমিকা নেয়ার অনুরোধ জানান বক্তারা।
পাশাপাশি বৃহৎ কর্মসংস্থান পাথর কোয়ারী দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় লাখো শ্রমিক ব্যবসায়ী দিশেহারা। তাই সরকারি লিজের মাধ্যমে বৃহৎ কর্মসংস্থান ভোলাগঞ্জ, উৎমা, শাহআরেফীন পাথর কোয়ারী উন্মুক্ত করারও জোর দাবি জানানো হয় সভা থেকে।
পবিত্র কুরআন তেলওয়াতের মাধ্যমে শুরু হওয়া সূচিত অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা হাজী জমসিদ আলীর সভাপতিত্বে ও শ্রমিক কল্যাণ ফেডারেশন পূর্ব ইসলামপুর ইউপি শাখা সভাপতি রিজওয়ানুল হক রাজু’র পরিচালনায় আরো বক্তব্য রাখেন- উপজেলা জামায়াতের তথ্য ও গবেষণা সম্পাদক ইকবাল হোসেন এমাদ, বিশিষ্ট ব্যবসায়ী হাজী আমিনুল হক, শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা শাখার সভাপতি আল আমিন খান, সাবেক মেম্বার আরাফাত আলী, বর্তমান মেম্বার সিরাজুল ইসলাম চেরাগআলী, আলহাজ্ব মাওলানা আশিকুর রহমান, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড মোস্তফা আহমেদ কাচা, কলাবাড়ী স্পোর্টিং ক্লাবের সেক্রেটারি হারুন রশীদ।

সর্বশেষ ২৪ খবর