ঢাকা ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:০৮ অপরাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০১৮
ডেস্ক প্রতিবেদন
আগামীকাল রোববার সুষ্ঠু ও সুন্দর পরিবেশে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেছেন, ‘নির্বাচনের পরিবেশ যথেষ্ট ভালো। আগামীকালকে নির্বাচন। আমি মনে করি, একটা সুষ্ঠু ও সুন্দর নির্বাচন হবে এবং পরিবেশ ভালো থাকবে।’
নির্বাচন নিয়ে আজ শনিবার রাজধানীতে নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন ঢাকা-১২ আসনে আওয়ামী লীগের প্রার্থী আসাদুজ্জামান খাঁন কামাল।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কোনো অস্বস্তিকর পরিবেশ যারাই সৃষ্টি করতে চায়, নিরাপত্তা বাহিনী সজাগ রয়েছে। এবং নিরাপদে আমাদের জনগণ, তাদের ভোট দিয়ে তারা বাড়ি ফিরতে পারবে। এর মধ্যে আমরা যত ধরনের যা করা লাগে আমাদের নিরাপত্তা বাহিনী তার ব্যবস্থা করেছে। আর সঙ্গে সঙ্গে আমাদের ইলেকশন কমিশনও সব সময় তদারক করছে যাতে একটা সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হয়।’
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech