প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন মোদি

প্রকাশিত: ১০:৫৩ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৩১, ২০১৮

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন মোদি

ডেস্ক প্রতিবেদন
নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ভারতীয় প্রধানমন্ত্রী টেলিফোন করে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও দল আওয়ামী লীগকে অভিনন্দন জানান।

সোমবার সকালে এ তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এমএম ইমরুল কায়েস রানা।

এর আগে রোববার অনুষ্ঠিত একাদশ জাতীয় নির্বাচনে ২৫৯ আসনে বিজয়ী হয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

তাছাড়া আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট ২৮৮টি আসনে বিজয়ী হয়। বাকি ১০টি আসন পায় অন্যরা। এর মধ্যে বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট পায় ৭টি আসন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর