সাংসদদের শপথ বৃহস্পতিবার, বিরোধী জাতীয় পার্টি

প্রকাশিত: ৪:৫৩ অপরাহ্ণ, জানুয়ারি ১, ২০১৯

সাংসদদের শপথ বৃহস্পতিবার, বিরোধী জাতীয় পার্টি

ডেস্ক প্রতিবেদন
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীরা বৃহস্পতিবার শপথ নেবেন। স্পিকার শিরীন শারমিন চৌধুরী তাদের শপথ পড়াবেন। আর স্পিকারকে শপথ পড়াবেন প্রধান বিচারপতি। বুধবার গেজেট প্রকাশ হওয়ার কথা রয়েছে।

মঙ্গলবার সচিবালয়ে এক অনুষ্ঠানে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু সাংবাদিকদের এসব তথ্য জানান। তিনি সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে ‘বিএসআরএফ সংলাপ’ অনুষ্ঠানে যোগ দেন। সংলাপের আয়োজন করে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ)। সংগঠনের সভাপতি শ্যামল সরকারের সভাপতিত্বে সংলাপে আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মহসীন আশরাফ।

হাসানুল হক ইনু বলেন, ‘মহাজোটের সরকার গঠন হতে যাচ্ছে, এটা অবধারিত। শেখ হাসিনার নেতৃত্বে আমরা আবার সরকার গঠন করব।’

গত রবিবার দেশে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট ২৮৮টি আসনে জয়লাভ করে। এর মধ্য দিয়ে টানা তৃতীয়বার ক্ষমতায় আসছে মহাজোট।

নতুন সরকারের আকার কেমন হবে এবং নতুন মন্ত্রিসভায় কতজন নতুন মুখ আসতে পারে- জানতে চাইলে ইনু বলেন, ‘এটা প্রধানমন্ত্রীর এখতিয়ার, এ ব্যাপারে আমি কোনো মন্তব্য করতে চাই না। প্রধানমন্ত্রী সবচেয়ে যোগ্য ও কার্যকরী লোক দিয়ে মন্ত্রিসভা গঠন করবেন। প্রধানমন্ত্রীর ওপর আমাদের পূর্ণ আস্থা আছে।’

নতুন মন্ত্রিসভা কবে গঠন করা হবে- এ বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘সময়টা আমি বলতে পারব না। সংসদ সদস্যরা শপথ নেয়ার পরই মন্ত্রিসভায় যাওয়ার যোগ্যতা রাখেন। সুতরাং এটা প্রধানমন্ত্রী ও তার দপ্তরই নির্ধারণ করবে কবে কখন ও কাদেরকে নিয়ে মন্ত্রিসভা গঠন হবে।’

বিরোধী দলে থাকবে জাতীয় পার্টি :

নতুন সরকারে কারা বিরোধী দল হবে- এ বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘জাতীয় পার্টি যেহেতু দলগতভাবে আওয়ামী লীগের পর দ্বিতীয় স্থানে রয়েছে, জাতীয় পার্টি বিরোধী দলের আসনে বসবে। শেখ হাসিনা যদি আমন্ত্রণ জানান আর তারা গ্রহণ করেন তবে তারা মন্ত্রিসভায় যাবেন, আর গ্রহণ না করলে জোটের অন্যান্য শরিকদের দিয়ে সরকার গঠন হবে।’

নতুন সরকারের প্রধান চ্যালেঞ্জ কী- এমন প্রশ্নে ইনু বলেন, ‘সরকারের প্রধান চ্যালেঞ্জের একটা হচ্ছে, সরকার যে উন্নয়ন করেছে সেই উন্নয়নটা রক্ষা করে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়া। জঙ্গি সন্ত্রাস দমন করে যে শান্তি প্রতিষ্ঠা করা হয়েছে, সেই শান্তি বজায় রেখে সাম্প্রদায়িকতা ও সামরিক শাসনের যে জঞ্জাল এখনও রয়েছে সেগুলো পরিষ্কার করে ফেলা। এছাড়া প্রধানমন্ত্রী ইঙ্গিত দিয়েছেন তা আমি পরিষ্কার করে বলছি, দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবেন এবং সুশাসনের জন্য কার্যকর পদক্ষেপ নেবেন।’

নির্বাচনে গণমাধ্যমের ‘অবাধ স্বাধীনতায়’ সন্তুষ্টি :

তথ্যমন্ত্রী বলেন, ‘সব দিক থেকে এ নির্বাচনে গণমাধ্যম নির্বিঘেœ কাজ করতে পেরেছে। তারা অবাধ স্বাধীনতা ভোগ করেছে এ কারণে আমি সন্তুষ্ট।’

মন্ত্রী বলেন, ‘শেখ হাসিনার মহাকর্মযজ্ঞই মহাজোট সরকারে অভাবনীয় বিজয় এনে দিয়েছে। বিএনপি প্রার্থীদের আয়েশি মনোভাব ও মনোনয়ন নিয়ে বাণিজ্যই তাদের ভরাডুবির কারণ, আরও অনেক কারণ রয়েছে। জ্বালাও-পোড়াও, হত্যা, ধ্বংসের অপরাজনীতি অনুসরণের ফলেও তাদের এ ভরাডুবি।’

বিএনপির অভিযোগ প্রত্যাখ্যান :
বিএনপির পোলিং এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেয় হয়েছে- এমন অভিযোগের বিষয়ে মন্ত্রী বলেন, ‘এজেন্টরা প্রিসাইডিং অফিসারের কাছে অভিযোগের দরখাস্ত দিয়ে চলে যেতে পারতেন। আমার জানা মতে, বিএনপির এজেন্টরা কোনো লিখিত অভিযোগপত্র দেননি। এ কারণে অভিযোগটা প্রত্যাখ্যান করছি। তারা বেশির ভাগ ক্ষেত্রে এজেন্ট দিতে পারেননি।’

ইলেকট্রনিক মিডিয়ার জন্য নতুন ওয়েজবোর্ড হবে :
ইলেকট্রনিক গণমাধ্যমের কর্মীদের জন্য নতুন ওয়েজবোর্ড করা হবে বলে জানান তথ্যমন্ত্রী। তিনি বলেন, সংবাদপত্রের জন্য গঠিত নবম ওয়েজবোর্ডের প্রতিবেদনে ইলেকট্রনিক মিডিয়ার জন্য আলাদা ওয়েজবোর্ড করার সুপারিশ রয়েছে।

‘ওটা দেওয়ার জন্য প্রাথমিক প্রশাসনিক কাজটা সম্পন্ন হলে নতুন সরকার এবং তথ্য মন্ত্রণালয় এটা সম্পন্ন করবে। সুতরাং নতুন বছরে আমি আশা করছি ইলেকট্রনিক মিডিয়ার কর্মীদের জন্য নতুন ওয়েজবোর্ড হবে।’

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর