ঢাকা ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৩৯ অপরাহ্ণ, জানুয়ারি ৭, ২০১৯
ডেস্ক প্রতিবেদন
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে কুমিল্লার চৌদ্দগ্রামে যাত্রীবাহী বাসে আগুনে পুড়িয়ে আটজন হত্যার ঘটনায় দায়ের করা মামলায় জামিন শুনানি আবারও পিছিয়েছে। শুনানির নতুন তারিখ ধার্য করা হয়েছে আগামী ১৬ জানুয়ারি।
সোমবার কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ হাবিবুর রহমান নতুন এ তারিখ নির্ধারণ করেন। একই সাথে মামলার অভিযোগ গঠন বিষয়ক শুনানির দিনও ওই তারিখে নির্ধারণ করেছেন বিচারক।
কুমিল্লার পিপি মোস্তাফিজুর রহমান সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, কুমিল্লা জেলা ও দায়রা জজ কে এম সামছুল আলম অবসরে গেছে। নতুন জেলা ও দায়রা জজ আগামী ৮ জানুয়ারি যোগদান করবেন। এ কারণেই মামলার শুনানি পিছিয়েছে।
এর আগে এই মামলার শুনানির দিন ধার্য করা হয়েছিল চলতি মাসের ৭ জানুয়ারি। তবে এদিন কোনো শুনানি হয়নি।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech