ঢাকা ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৪২ অপরাহ্ণ, জানুয়ারি ১০, ২০১৯
ডেস্ক প্রতিবেদন
সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি, সাবেক উপজেলা ছাত্রদলের আহবায়ক ওহিদুজ্জামান ছুফি চৌধুরী কারামুক্ত হয়েছেন। বুধবার সন্ধ্যায় সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি লাভ করেন তিনি।
তাকে বরণ করতে নেতাকর্মী জেলগেটে ভীড় জমান । এসময় উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘হামলা মামলা দিয়ে বিএনপিকে ধ্বংস করা যাবেনা। বেগম খালেদা জিয়া এবং তারুণ্যের অহংকার তারেক রহমানের দিক নির্দেশনায় বিএনপির নেতাকর্মীরা দেশে গণতন্ত্র, আইনের শাসন ও গণমানুষের ভোটাধিকারের জন্য আন্দোলন চালিয়ে যাবে।’
বিএনপি নেতা ছুফি চৌধুরীকে বরণ করে নিতে জেলগেটে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সহসভাপতি ফারুক আহমদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ খান জামাল, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি অ্যাডভোকেট সাঈদ আহমদ, ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সাধারন সম্পাদক তছলিম আহমদ নেহার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম রায়হান, যুগ্ম সাধারণ সম্পাদক এনায়েত হোসেন রুহেল, আসাদুর রহমান রুহেল, জিয়াউল ইসলাম জিয়া, উত্তর কুশিয়ারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আহমদ জিলু প্রমুখ।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech