নির্বাচনের কলঙ্ক ঢাকতে বিজয় সমাবেশ করছে আ.লীগ : ফখরুল

প্রকাশিত: ২:০৮ অপরাহ্ণ, জানুয়ারি ১৯, ২০১৯

নির্বাচনের কলঙ্ক ঢাকতে বিজয় সমাবেশ করছে আ.লীগ : ফখরুল

ডেস্ক প্রতিবেদন
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের কলঙ্ক ঢাকতে বিজয় সমাবেশ করছে আওয়ামী লীগ।

আজ শনিবার (১৯জানুয়ারি) বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৩তম জন্মবার্ষিকীতে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পর তিনি এসব কথা বলেন। জাতীয় ঐক্যফ্রন্ট বা ২০ দল নিয়ে কোনো টানাপোড়েন নেই বলে জানান বিএনপি মহাসচিব।

মির্জা ফখরুল বলেন, একাদশ নির্বাচনে গণতন্ত্রের পরাজয় হয়েছে এবং সবচেয়ে বড় পরাজয় হয়েছে আওয়ামী লীগের। নির্বাচনের নৈতিক পরাজয় ঢাকতে এবং জনগণের দৃষ্টিকে ভিন্নখাতে নিতেই আওয়ামী লীগ বিজয় উৎসব করছে।

উল্লেখ্য, টানা হ্যাট্টিক জয় স্মরণীর করতে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আজ বিজয় সমাবেশ করবে ক্ষমতাসীন আওয়ামী লীগ। বিজয় সমাবেশ হতে নতুন সরকারের আগামী দিনের পরিকল্পনা তুলে ধরবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশে থাকার জন্য দেশবাসীর কৃতজ্ঞতা জানিয়ে গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা দেবেন। একই সঙ্গে সন্ত্রাস, দুর্নীতি, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি নিয়ে কঠোর অবস্থানের কথা জানাবেন। একাধিক কেন্দ্রীয় নেতা এমনটাই জানিয়েছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর