চিকিৎসার জন্য সিঙ্গাপুরে এরশাদ

প্রকাশিত: ৩:০৬ অপরাহ্ণ, জানুয়ারি ২০, ২০১৯

চিকিৎসার জন্য সিঙ্গাপুরে এরশাদ

ডেস্ক প্রতিবেদন
নিয়মিত মেডিকেল চেকআপের জন্য সিঙ্গাপুর গেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

জাতীয় পার্টির এক সংবাদ বিজ্ঞপ্তিতে রোববার এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, রোববার বেলা ১২টা ৪০ মিনিটে জাপা চেয়ারম্যান এরশাদকে নিয়ে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়।

এরশাদের সফরসঙ্গী হিসেবে রয়েছেন দলটির প্রেসিডিয়াম সদস্য মেজর (অব.) মো. খালেদ আখতার, এরশাদের ছোট ভাই হুসেইন মোর্শেদ ও মোর্শেদের স্ত্রী রুখসানা খান মোর্শেদ।

বিমানবন্দরে এরশাদকে বিদায় জানান জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব মসিউর রহমান রাঙ্গা, প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর