ঢাকা ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:২৭ অপরাহ্ণ, জানুয়ারি ২১, ২০১৯
ডেস্ক প্রতিবেদন
প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন ২০১৩ এবং প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা বিধিমালা, ২০১৫ এর আলোকে প্রতিবন্ধী বিষয়ক জাতীয় কর্মপরিকল্পনার খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এ কর্মপরিকল্পনায় প্রতিবন্ধীদের জন্য সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বহাল থাকছে।
সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, আইনে যে প্রভিশন আছে তা কিন্তু বাতিল হয়নি। অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডার (প্রশাসনিক আদেশ) দিয়ে আইন কখনো সুপারসিট (ডিঙ্গিয়ে যায় না) হয় না। আমারদের এই অংশটা প্রশাসনিক ব্যবস্থা হবে।
তাহলে প্রতিবন্ধীদের জন্য কত শতাংশ কোটা থাকছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আগে যা ছিল সেটাই আছে। এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech