ঢাকা ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৩০ অপরাহ্ণ, জানুয়ারি ২১, ২০১৯
ডেস্ক প্রতিবেদন
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, এবার যে নির্বাচন হয়েছে অতীতে কোনো সময়ই তা হয়নি। এবারের নির্বাচনের পরিবেশ ছিল সম্পূর্ণ শান্তিপূর্ণ। মানুষ শান্তি ও নিরাপত্তার সঙ্গেই ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিয়েছে।
সোমবার মন্ত্রিসভার বৈঠকের পর সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে হারার পর বিএনপি নেতারা কাণ্ডজ্ঞান হারিয়ে ফেলেছেন বলে দাবি করে তিনি বলেন, দলটির নেতারা এখন অসংলগ্ন কথাবার্তা বলছেন। বিএনপি নির্বাচনী প্রচারে একেবারেই পিছিয়ে ছিল। নিজেদের ব্যর্থতা ঢাকতেই তারা এখন উল্টাপাল্টা কথাবার্তা বলছে।
তথ্যমন্ত্রী বলেন, বিজয়ী হওয়ার জন্য বিএনপি নির্বাচনে অংশ নেয়নি। তারা মূলত নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতেই অংশ নিয়েছে।
হাছান মাহমুদ বলেন, আগে থেকেই তারা বুঝতে পেরেছে নির্বাচনে বিজয়ী হওয়ার কোনো সম্ভাবনা নেই। এ কারণেই তারা ৩০০ আসনের নির্বাচনে ৮০০ জনকে মনোনয়নপত্র দিয়েছে।
এ সময় সাংবাদিকদের জন্য নবম ওয়েজ বোর্ড প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, আজকের মন্ত্রিসভায় এ জন্য একটি কমিটি করে দেওয়া হয়েছে। এ কমিটির সুপারিশ অনুযায়ী দ্রুতই তা বাস্তবায়ন করা হবে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech