শীতার্তদের মাঝে রোটারি ক্লাব মেট্রোপলিটনের কম্বল বিতরণ

প্রকাশিত: ২:৫০ অপরাহ্ণ, জানুয়ারি ২৩, ২০১৯

শীতার্তদের মাঝে রোটারি ক্লাব মেট্রোপলিটনের কম্বল বিতরণ

রোটারি ক্লাব অব মেট্রোপলিটন সিলেটের উদ্যোগে অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার ফেঞ্চুগঞ্জের গাজীপুরে প্রায় চার শতাধিক পরিবারের মধ্যে কম্বল বিতরণ করেন রোটারি সদস্যবৃন্দরা।

রোটারী ক্লাব অব মেট্রোপলিটন সিলেটের প্রেসিডেন্ট রোটা: মো. আবু সুফিয়ানের সভাপতিত্বে ও ক্লাব সেক্রেটারী রোটারিয়ান ইকবাল হোসেনের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন ডিষ্ট্রিক গভর্ণর নমিনি ড. বেলাল উদ্দিন আহমদ।

বিশেষ অতিথি ছিলেন- সুরমা জোনের জোনাল কো- অর্ডিনেটর পিপিএম নুরুল হক সোহেল, ক্লাবের এ্যাসাইট ডেপুটি গভর্ণর রোটা: কবির উদ্দিন, এ্যাসাইন এ্যাসিস্টেন্ট গভর্ণর রোটা: আজিজুর রহমান, পিপি কাজী মইনুল ইসলাম হেলাল, রোটা: আহসান আহমদ খান, রোটা: রেহান উদ্দিন রায়হান, রোটা: আব্দুল বাছিত, রোটা: ময়নুল ইসলাম চৌধুরী, রোটা: ইখতিয়ার আহমেদ চৌধুরী, রোটা: আসাদুজ্জামান রনি প্রমুখ।

সভায় বক্তারা বলেন, অসহায় শীতার্ত মানুষের শীত নিবারনে সমাজের বিত্তশালী ব্যক্তিদের এগিয়ে আসতে হবে। রোটারী ক্লাব আর্ত-মানবতার কল্যাণে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করে যাচ্ছে। শিা, স্বাস্থ্য, চিকিৎসার ক্ষেত্রে হতদরিদ্র মানুষের সহযোগিতায় রোটারি কাব সবসময় রয়েছে। তারা বলেন, যারা রোটারি করে তারা সমাজের প্রতি অনেকটা দায়িত্বশীল। তারা কাজে ও কর্মে অনেকটা কর্তব্যপরায়ন। রোটারি মানুষকে শুধু স্বপ্ন দেখায় না বাস্তবায়ন করে। তাই একজন রোটারিয়ানের উপর সমাজের অনেক দায়িত্ববোধ তৈরি হয়। সংবাদ বিজ্ঞপ্তি।

সর্বশেষ ২৪ খবর