সুবিধাবঞ্চিতদের মাঝে রোটারি ক্লাবের শিক্ষা সামগ্র বিতরণ

প্রকাশিত: ৩:৪৭ অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০১৯

সুবিধাবঞ্চিতদের মাঝে রোটারি ক্লাবের শিক্ষা সামগ্র বিতরণ

রোটারি ক্লাব অব মেট্রোপলিটন সিলেটের উদ্যোগে ফেঞ্চুগঞ্জের ঘিলাছড়ায় আব্দুল করিম চৌধুরী স্কুলে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার শিক্ষার্থীদের মধ্যে ব্ল্যাকবোর্ড, খাতা, কলম, কাঠ-পেন্সিল, রাবার, কাটার মেশিন, নেইলকাটা, চিরুনী বিতরণ করেন রোটারিয়ান সদস্যবৃন্দ।

এসময় বক্তারা বলেন, সমাজের সুবিধা বঞ্চিত এই শিক্ষার্থীদের মধ্যে রোটারি ক্লাবের শিক্ষা সামগ্রী বিতরণের ফলে শিশুরা উপকৃত হবে। তারাঁ সমাজের অন্যান্য সংগঠনকেও এসব সুবিধা বঞ্চিতদের পাঁশে দাঁড়ানোর আহ্বান জানান।

রোটারী ক্লাব অব মেট্রোপলিটন সিলেটের প্রেসিডেন্ট রোটা: মো. আবু সুফিয়ানের সভাপতিত্বে ও ক্লাব সেক্রেটারী রোটারিয়ান ইকবাল হোসেনের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন ডিষ্ট্রিক গভর্ণর নমিনি ড. বেলাল উদ্দিন আহমদ।

বিশেষ অতিথি ছিলেন, সুরমা জোনের জোনাল কো- অর্ডিনেটর পিপিএম নুরুল হক সোহেল, কাবের এ্যাসাইট ডেপুটি গভর্ণর রোটা: কবির উদ্দিন, এ্যাসাইন এ্যাসিস্টেন্ট গভর্ণর রোটা: আজিজুর রহমান, পিপি কাজী মইনুল ইসলাম হেলাল, রোটা: আহসান আহমদ খান, রোটা: রেহান উদ্দিন রায়হান, রোটা: আব্দুল বাছিত, রোটা: ময়নুল ইসলাম চৌধুরী, রোটা: ইখতিয়ার আহমেদ চৌধুরী, রোটা: আসাদুজ্জামান রনি প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি।

সর্বশেষ ২৪ খবর