ঢাকা ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৪৫ অপরাহ্ণ, জানুয়ারি ২৮, ২০১৯
আর্তমানবতার সেবায় নিয়োজিত বৃহত্তর সিলেটের খ্যাতিমান সংগঠন নবদূত সামাজিক ফোরামের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
সোমবার ২৮ জানুয়ারি সকাল ১১টায় সিলেটের ফেঞ্চুগঞ্জের কঠালপুর নূরানী ইসলামী একাডেমীর ছাত্র-ছাত্রীদের মাঝে এ শিক্ষা উপকরণ বিতরণ করেন সংগঠনের নেতৃবৃন্দ।
ফেঞ্চুগঞ্জ এডুকেশন সোসাইটির সভাপতি জুনায়েদ আহমদের সভাপতিত্বে ও ফোরামের এমডি এম এ রহীমের পরিচালনায় প্রধান অথিতির বক্তব্য রাখেন আর্ক রিয়েল এস্টেট প্রাঃ লিঃ এর ডিরেক্টর হেলাল আহমদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- ছড়াকার কবি মতিউল ইসলাম মতিন, ফোরামের চেয়ারম্যান মাও. কে এম রফিকুজ্জামান, বিশিষ্ট সমাজ সেবক মাও আব্দুল খালিক, ব্যাবসায়ী ও রাজনৈতিক ব্যাক্তিত্ব বুরহান উদ্দীন নুমান, একাডেমীর প্রিন্সিপাল মাওলানা মুহসিন উদ্দীন, ফোরামের সুনামগঞ্জ প্রতিনিধি ওয়েস আহমদ, কানাইঘাট প্রতিনিধি আহমদ মাসুম।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- মাওলানা শায়খুল ইসলাম, আলমগীর হোসাইন তাজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, আব্দুল মালিক, মাষ্টার মাহমুদ হোসেন উজ্জল, জুনায়েদ, আব্দুল করিম, রিয়াজ উদ্দীন প্রমূখ। পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয়ে মোনাজাতের মাধ্যমে সমাপ্তি ঘটে। সংবাদ বিজ্ঞপ্তি।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech