ফেঞ্চুগঞ্জে সারকারখানা বাজারে অগ্নিকাণ্ড

প্রকাশিত: ১:৪১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০১৯

ফেঞ্চুগঞ্জে সারকারখানা বাজারে অগ্নিকাণ্ড

নিজস্ব প্রতিবেদন
ফেঞ্চুগঞ্জে সারকারখানা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। ১টি জুতার দোকান ও পার্শবর্তী আরো ২টি দোকান তিগ্রস্ত হয়ে দশলাধিক টাকার তি হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ছয়টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে জুতার দোকানে আগুন লাগে। আগুন পার্শবর্তী মুদির দোকানেও ছড়িয়ে পরে। খবর পেয়ে সারকারখানা ফায়ার সার্ভিসের ১টি ইউনিটি ও ফেঞ্চুগঞ্জ ফায়ার সার্ভিসের আরো দুইটি ইউনিটি আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুনে দুইটি দোকান তিগ্রস্ত হয় এবং অপর কাপড়ের দোকানে আগুন নিভানোর পানিতে কিছুটা তি হয়। ফেঞ্চুগঞ্জ ফায়ার সার্ভিসের ডিউটিরত সদস্য জুনেদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

সর্বশেষ ২৪ খবর