অসহায় মানুষের বন্ধু কাজী জসিম

প্রকাশিত: ২:৪২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০১৯

অসহায় মানুষের বন্ধু কাজী জসিম

মো. সাহেদ আহমদ শান্ত
মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। শুধুমাত্র এই চিন্তা চেতনায় একাই সংগ্রাম করে যাচ্ছেন অসহায় মানুষের জন্য। যার কথা বলছি তিনি আর কেউ নন, সিলেটের জনপ্রিয় উপস্থাপক ও কমেডিয়ান প্রচারম্যান কাজী জসিম উদ্দিন।

অর্থ সম্পদে তার নেই কোন লোভ, একটাই আশা কিভাবে পাবেন আল্লাহ ও মানুষের ভালবাসা। কাজী জসিম নিজে থেকে একটি সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন করেছেন। সংগঠনের নাম দিয়েছেন হিউম্যান এইডার, সিলেট। এই সংগঠনের মাধ্যমেই তিনি প্রতিদিন বাংলাদেশের বিভিন্ন মেডিকেলে নিঃস্বার্থভাবে নিজ খরচে মুমূর্ষ রোগিদের রক্তাদন করে থাকেন। তিনি বর্তমানে সিলেট নগরের পশ্চিম পীর মহল্লায় পরিবার নিয়ে বসবাস করেন।

বেশ কয়েকিদন থেকে দেখছি পিকাপ ভ্যানে মাইক বাজিয়ে সুরমা পারের সামাজিক যুব সংগঠনের ব্যানারে একজন কিডনী রোগির চিকিৎসার সাহায্যার্থে সিলেট শহরের অলিগলি ঘুরে ঘুরে টাকা চেয়ে নিচ্ছেন। আর তা দেখে নগরের অন্যদের মত আমিও রীতিমত মুগ্ধ হই। অন্যের সাহায্যের জন্য যে জসিম মানুষের দ্বারে দ্বারে হাত পেতে যাচ্ছেন, তার সম্পর্কে বুলি আওড়ানোর আর অপেক্ষা রাখে না। তিনি নি:সন্দেহে একজন ভালো ও সাদা মনের মানুষ তা নগরবাসীর কাছেই স্বীকৃত হয়ে আছে।

খোঁজ নিয়ে জানা গেলো এর আগেও পাঁচ ছয়জন রোগীর জন্য টাকা তুলে চিকিৎসার জন্য সাহায্য করেছেন জসিম। এছাড়াও সাধ্যমত শীতার্থদের শীতবস্ত্র, এতিমদের মধ্যে খাবার এবং ঈদে অসহাতয় দু:স্থদের মাঝে নতুন বস্ত্র বিতরণ করে থাকেন তিনি। তার এসব কার্যক্রমে কেউ কোনদিন তাকে টাকা দিয়ে সহযোগিতা করতে হয় নি। তিনি সাধ্যমত খরচের যোগান দিয়েই এসব করে চলছেন। তার নিজের উপার্জনের ু টাকা খরচ করে, নিজে শ্রম দিয়ে মানবতার কল্যাণে কাজ করে যাওয়াই এখন তার নেশায় পরিণত হয়ে গেছে। আর এসব উপার্জনের উৎস হচ্ছে পুরুষ ও মহিলা কণ্ঠে মাইকিং করা, সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিন ও উপস্থাপনা করা।

শুধু কাজী জসিম উদ্দিন কেনো? সমাজের প্রতিটি মানুষ এক একটি কাজী জসিম উদ্দিন হলে আমাদের সমাজে কোন হিংসা বিদ্বেষ থাকবে না বলে মনে করেন সমাজ বোদ্ধারা।

সর্বশেষ ২৪ খবর